Suvendu Adhikari: নন্দীগ্রামের কথা স্মরণ করিয়ে পুলিশকে চরম হুঁশিয়ারি দিলেন শুভেন্দু

Suvendu_Adhikari_(9)

মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি প্রার্থী ও নেতা কর্মীদের পুলিশ কিছু করলে ২০০৭ যা দেখেছিলেন তার থেকেও বেশি দেখবেন। রবিবার নন্দীগ্রামের রেয়াপাড়াতে প্রার্থী পরিচিতি সভায় এসে এমনই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। মনোনয়নের দিন আমি নিজে দাঁড়িয়ে থেকে দলীয় প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করেছি। তৃণমূলের তিনটে-চারটে করে গোষ্ঠী রয়েছে। ওদের সঙ্গে কেউ নেই। শুধু পুলিশ ভরসা। কিন্তু, ওরা কিছু করতে পারবে না। ভোটের দিন নন্দীগ্রামে থাকবো। ভোট দেবো। রাত জাগবো। নিজেরা সিসি টিভি লাগাবো। গনণার দিনও সুরক্ষা দেব। মমতা হেরে বাড়ি গিয়েছে। আপনারাও জিতবেন। এরাও (তৃণমূল) এপাং ওপাং ঝপাং হবে।

অভিষেকের মিছিলে পা মেলানো পুলিশ সুপারকে নিয়ে কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিলে হেঁটেছিলেন পুলিশ সুপার। যা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা হয়েছিল। এদিন সেই প্রসঙ্গ টেনে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ভাইপোর সঙ্গে মিছিলে হাঁটা পুলিশ সুপারের নামে হাইকোর্টে কেস করবো। এই পুলিশ সুপারকে দিয়ে কি করে ভোট করানো যায়? যদি রাজ্য নির্বাচন কমিশন তাকে না সরায় তাহলে মঙ্গলবার মিছিলে হাঁটা ছবি নিয়ে কোর্টে যাব।

লক্ষ্ণীর ভান্ডার নিয়ে কী বললেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari)?

পূর্ব বর্ধমানের ভাতাড়়ে এক তৃণমূল প্রার্থী লক্ষ্ণীর ভান্ডার নিয়ে বিতর্কিত দেওয়াল করেছেন। লক্ষ্মীর ভান্ডার পেতে হলে তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার কথা বলা হয়েছে। যা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এই প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, লক্ষ্মীর ভান্ডার সরকারের টাকা। আপনার আমার করের টাকা। এভাবে কেউ বন্ধ করে দেওয়ার কথা বলতে পারে না। একটি অ্যাকাউন্ট বন্ধ হলে আমাকে জানাবেন। রাজ্য সভাপতি বলেছেন। আমি আবারও বলছি, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে ৫০০ টাকা নয়, ২০০০ টাকা করে দেওয়া হবে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share