Syrian President: হত্যা করা হয়েছে সিরিয়ার প্রেসিডেন্টকে!

syria_president_f

মাধ্যম নিউজ ডেস্ক: হত্যা করা হয়েছে সিরিয়ার প্রেসিডেন্টকে (Syrian President)! আস্ত বিমান-সহ অদৃশ্য হয়ে গিয়েছেন তিনি (Plane Crash)। সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, হত্যা করা হয়েছে সিরিয়ার প্রেসিডেন্টকে। গৃহযুদ্ধের জেরে অশান্ত গোটা দেশ। তার জেরে পতন হয়েছে সিরিয়া সরকারের। প্রেসিডেন্ট বাশার আল-হাসাদ দেশ ছেড়ে পালিয়েছিলেন। তবে তিনি কোথায় যাচ্ছিলেন, এর কোনও তথ্য মেলেনি। তাঁর বিমান র‌্যাডারের বাইরে চলে যায়। এর পরেই রয়টার্স দাবি করে, হত্যা করা হয়েছে প্রেসিডেন্টকে।

ফ্লাইট র‌্যাডারের তথ্য (Syrian President)

ফ্লাইট র‌্যাডারের তথ্য অনুযায়ী, সিরিয়ার বিদ্রোহী সংগঠনের কিছু সদস্য দামাসকাস বিমানবন্দর থেকে সিরিয়ার একটি বিমান নিয়ে যায়। জানা গিয়েছে, সেই বিমানে উড়িয়ে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্টকেও। বিমান নিয়ে যাওয়া হচ্ছিল সিরিয়ার উপকূল অঞ্চলের দিকে। আচমকাই ইউটার্ন নেয় বিমান। আর র‌্যাডারে ধরা পড়েনি বিমানের অস্তিত্ব। বিমান অদৃশ্য হতেই ছড়ায় জল্পনা। সংবাদ সংস্থার দাবি, সিরিয়ার দুটি সূত্র তাদের জানিয়েছে, হঠাৎ করে বিমানকে র‌্যাডারের বাইরে নিয়ে যাওয়ায় জোরালো সম্ভাবনা রয়েছে, তাঁকে হত্যা করা হয়েছে।

দামাসকাসে ঢুকে পড়ে বিদ্রোহীরা

শনিবার প্রেসিডেন্টের কার্যালয়ের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়, কিছু বিদেশ গণ মাধ্যমে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। রবিবার সকালেই দামাসকাসে ঢুকে পড়ে বিদ্রোহীরা। তার পরেই খবর ছড়ায় রাজধানী ছেড়েছেন প্রেসিডেন্ট। তবে তিনি কোথায় গিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। গত কয়েক দিন ধরেই সিরিয়ার একের পর এক শহর দখল করতে শুরু করে সিরিয়ার দুই বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম ও তাদের সহযোগী জইশ আল ইজ্জার যৌথবাহিনী (Syrian President)। তার পরেই নিখোঁজ হয়ে যান প্রেসিডেন্ট। অনেকের দাবি, গুলি করে নামানো হয় প্রেসিডেন্টের বিমান। তবে এ খবরের সত্যতা স্বীকার করা হয়নি প্রেসিডেন্টের তরফে কিংবা বিদ্রোহী গোষ্ঠীর তরফে।

আরও পড়ুন: হিন্দু নির্যাতনের মাশুল! বাংলাদেশিদের জন্য বন্ধ ত্রিপুরার হোটেলের দ্বার

এদিকে, দামাসকাসকে স্বাধীন বলে ঘোষণা করল সে দেশের বিদ্রোহী গোষ্ঠী। এদিনই সকালে রাজধানীতে ঢুকে পড়ে বিদ্রোহীরা। প্রধানমন্ত্রী মহম্মদ গাজি জালালিও (Plane Crash) জানান, তিনি ক্ষমতা হস্তান্তরের জন্য প্রস্তুত (Syrian President)।

  

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share