Himanta Biswa Sarma: “ভারতে হামলার কথা ভাবার আগে বাংলাদেশকে বহুবার পুনর্জন্ম নিতে হবে”, হুঁশিয়ারি হিমন্তর

himanta biswa sarma said bangladesh has two 'chicken necks' why assam cm told it

মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের একটি ‘চিকেন নেকে’র উপর আধিপত্য বিস্তার করতে চাইলে বাংলাদেশের দুটি ‘চিকেন নেক’ দখল করে নেওয়া হবে। দেশের অখণ্ডতা নিয়ে কখনওই আপস করা হবে না বলে স্পষ্ট জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। তাঁর কথায়, “অপারেশন সিঁদুর বুঝিয়ে দিয়েছে ভারতের শক্তি। বিশ্বের কোনও দেশের এই ভুল ধারনায় থাকা উচিত নয় যে তারা ভারতের চিকেন নেক দখল করতে পারবে।”

বাংলাদেশকে বার্তা হিমন্তর

ভারতে শিলিগুড়ি করিডর বা চিকেন নেক নিয়ে বিগত দিনে বারংবার বিতর্ক উসকে দিয়েছে ইউনূস প্রশাসন। বিশেষ করে বাংলাদেশের উত্তরে লালমনিরহাটে চিনা সাহায্যে বায়ুসেনা ঘাঁটি নির্মাণের খবরে সেই বিতর্ক আরও বেড়েছে। এই নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন অসমের মুখ্যমন্ত্রীকে (Himanta Biswa Sarma)। তারই জবাবে বাংলাদেশকে পালটা হুঁশিয়ারি দিলেন হিমন্ত। তিনি বলেন, “বাংলাদেশ এই করিডর নিয়ে বিতর্কের সৃষ্টি করছে, কিন্তু একটা জিনিস স্পষ্ট করে বলা দরকার। তাদের দুটি চিকেন নেক রয়েছে, আর আমাদের একটি। তাদের মেঘালয়তে একটা চিকেন নেক। আর একটা চিকেন নেক চট্টগ্রাম বন্দরের ওখানে। যদি তারা আমাদের করিডর নিয়ে কোনও পদক্ষেপ নেওয়ার চিন্তা করে, তাহলে আমরা উপযুক্ত জবাব দেওয়ার ক্ষমতা রাখি।” ভৌগোলিক তুলনা টেনে তিনি বলেন, “মেঘালয় থেকে চট্টগ্রাম বন্দরের দিকে যে করিডরটি রয়েছে, তা আমাদের শিলিগুড়ি করিডরের থেকেও সংকীর্ণ। আমাদের পক্ষে সেখানে পৌঁছাতে সময় লাগবে না।”

কেন এই হুঁশিয়ারি হিমন্তর

সম্প্রতি শিলং থেকে অসমের শিলচর পর্যন্ত ১৬৬.৮ কিলোমিটার দীর্ঘ একটি হাইওয়ে নির্মাণে সবুজ সংকেত দিয়েছে ভারত সরকার। যা অসম সহ উত্তরপূর্বের পরিবহণ ক্ষেত্রে বড় রকমের পরিবর্তন আনবে। অসমের মুখ্যমন্ত্রী (Himanta Biswa Sarma) বলেন, “অপারেশন সিঁদুরের পর মানুষ বুঝেছে যে ভারত কতটা শক্তিশালী রাষ্ট্র। আমি পরমাণু শক্তির বিষয়টা না হয় বাদই দিলাম। বাংলাদেশ যদি ভারতে হামলা করার কথাও ভাবে তাহলে তার আগে তাদের একাধিকবার পুনর্জন্ম নিতে হবে। আর বাংলাদেশকে এত গুরুত্ব দিয়ে কথা বলার কিছু নেই। ওরা খুবই ছোট একটা দেশ। ভারতের সঙ্গে তাদের তুলনা নেই।” সাম্প্রতিক সময়ে চিনে গিয়ে উত্তরপূর্ব ভারত নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসকে। ভারতের উত্তরপূর্ব রাজ্যগুলিকে ‘ল্যান্ডলকড’ আখ্যা দিয়েছিলেন তিনি। সঙ্গে বাংলাদেশকে সাগরের ‘গার্ডিয়ান’ বলে অভিহিত করেছিলেন ইউনূস। তাঁর এহেন মন্তব্য ভালো চোখে নেয়নি ভারত।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share