Shubhanshu Shukla: ভারতে ফিরলেন দেশের ছেলে শুভাংশু শুক্লা, ভাসলেন আবেগের জোয়ারে

shubhanshu Shukla returns to india

মাধ্যম নিউজ ডেস্ক: মহাকাশ থেকে ফিরেছিলেন মার্কিন মুলুকে। তারপর রবিবার ভোরে দিল্লিতে (India) পা রাখলেন ভারতীয় বায়ুসেনার সদস্য, ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। প্রথম ভারতীয় মহাকাশচারী হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ১৮ দিনের মিশন আগেই শেষ করে ফিরেছেন পৃথিবীতে। এদিন বিমানে বসেই ইনস্টাগ্রামে তিনি জানান, আমি ভারতে ফিরে আসছি। শেয়ার করে নেন নানা অনুভূতির কথাও। শুভাংশু লিখেছেন, “ভারতে ফেরার বিমানে বসে আমার মনে এক সঙ্গে অনেকগুলি অনুভূতি কাজ করছে। দুঃখ হচ্ছে সেই অসাধারণ মানুষদের ছেড়ে আসতে, যারা গত এক বছরে এই মিশনে আমার পরিবার ও বন্ধু ছিল। আবার একই সঙ্গে ভীষণ আনন্দ হচ্ছে, কারণ এবার আমি প্রথমবার মিশনের পর দেশে ফিরে আমার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে দেখা করতে পারব। মনে হচ্ছে, এটাই আসলে জীবন, সব কিছু এক সঙ্গে পাওয়া।”

দিল্লি বিমানবন্দরে পৌঁছলেন শুভাংশু (Shubhanshu Shukla)

এদিন ভোরে দিল্লি বিমানবন্দরে পৌঁছন শুভাংশু। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং ইসরোর আধিকারিকরা। ছিলেন তাঁর পরিবারের কয়েকজন সদস্যও। প্রসঙ্গত, গত এক বছরে লখনউয়ের ছেলে শুভাংশু নাসা, অ্যাক্সিওম এবং স্পেশএক্সের বিভিন্ন কেন্দ্র কঠোর প্রশিক্ষণ নিয়েছেন। মহাকাশ মিশনে শুভাংশুর সঙ্গে কমান্ডার হিসেবে ছিলেন পেগি হুইটসন। সে প্রসঙ্গে শুভাংশু বলেন, “বিদায় জানানো কখনওই সহজ নয়। কিন্তু জীবন মানেই এগিয়ে চলা। যেমন আমার কমান্ডার পেগি হুইটসন বলেন, স্পেসফ্লাইটে পরিবর্তন একমাত্র অবিচল জিনিস। আমি মনে করি, এটা জীবনের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য।” পোস্টের শেষে শুভাংশু শাহরুখ খানের স্বদেশ ছবির জনপ্রিয় গান থেকে একটি লাইন উল্লেখ করে লিখেছেন, শেষমেশ বলতে হয়, ইউ হি চলা চল রহি, জীবন গাড়ি হ্যায় সময় পাহিয়া।

গগনযান মিশনের প্রস্তুতি

সূত্রের খবর, রবিবারই তিনি (Shubhanshu Shukla) দিল্লিতে দেখা করতে পারেন প্রধানমন্ত্রীর সঙ্গে। ভারত বর্তমানে গগনযান মিশনের প্রস্তুতি নিচ্ছে। ২০২৭ সালে ইসরো নিজেই মানুষ পাঠাতে চায় মহাকাশে। সেই মিশনের অংশ হিসেবেই অ্যাক্সিওম-৪ মিশনে মহাকাশে গিয়েছিলেন বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু। সোশ্যাল মিডিয়ায় করা এক পোস্টে জিতেন্দ্র সিং লিখেছেন, “ভারতের মহাকাশ গৌরব দেশের মাটি স্পর্শ করল। শুভাংশু শুক্লা আজ সকালে দিল্লিতে অবতরণ করেন। তাঁর সঙ্গে ছিলেন সমানভাবে পারদর্শী গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালকৃষ্ণন নায়ার, ভারতের (India) প্রথম মানব মিশন গগনযানের জন্য নির্বাচিত মহাকাশচারীদের মধ্যে একজন, যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন মিশনের জন্য ভারতের মনোনীত ব্যাকআপ ছিলেন (Shubhanshu Shukla)।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share