মাধ্যম নিউজ ডেস্ক: অব্যাহত ভারত ও বিদেশে হিন্দু এবং হিন্দুধর্মের ওপর আক্রমণ। পৃথিবীর অনেক অঞ্চলে এই নির্যাতন ধীরে ধীরে এক প্রকার গণহত্যার রূপ নিচ্ছে (Hindus Under Attack)। দশকের পর দশক ধরে বিশ্ববাসী এই আক্রমণগুলির প্রকৃত গভীরতা ও ব্যাপকতাকে উপেক্ষা করেছে, যার খেসারত দিতে হচ্ছে হিন্দুদের। খুন, জোরপূর্বক ধর্মান্তর, জমি দখল, উৎসবে হামলা, মন্দির ও মূর্তি ভাঙচুর, বিদ্বেষমূলক বক্তব্য, যৌন হিংসা থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক ও আইনি বৈষম্য পর্যন্ত – সব ক্ষেত্রেই বিদ্বেষের শিকার হিন্দুরা। গত ১৭ অগাস্ট থেকে ২৩ অগাস্ট পর্যন্ত সময়ে আমরা এক ঝলকে দেখে নিই বিশ্বজুড়ে ‘ধর্মসংকটে’র ছবিটা (Roundup Week)।
ছেলেকে খুন (Hindus Under Attack)
প্রথমেই আসা যাক ভারতের ক্ষেত্রে। পুলিশ বারাণসীর রামনগর এলাকায় ১০ বছর বয়সি একটি ছেলের নির্মম হত্যাকাণ্ডের ঘটনার পর্দা ফাঁস করেছে। অভিযোগ, প্রেমিক ফয়জানের সাহায্যে ছেলেটিকে খুন করেছে ছেলেটিরই নিজের মা। বাংলাদেশি লেখক আহমেদ হোসেনের একটি লেখায় পাকিস্তানের আন্দোলনকে ধর্মীয় বিচ্ছিন্নতাবাদ নয়, বরং কৃষক ও নিপীড়িত শ্রেণির জমিদার ও ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে “শ্রেণিসংগ্রাম” হিসেবেই দেখানোর চেষ্টা করা হয়েছে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের পুলিশ কনস্টেবল সোহেল খানের একটি ভিডিও ফুটেজের জেরে বিতর্ক ছড়িয়েছে। জন্মাষ্টমীতে একটি মন্দিরে গিয়েছিলেন তিনি। সেখানে সেলফি তুলে সেটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আপলোড করেন। ছবির ক্যাপশনে লেখা, “আল্লাহ ছাড়া কোনও উপাস্য নেই, তিনিই একমাত্র উপাসনার যোগ্য।”
হিন্দু মেয়েকে ধর্ষণ
সকাল হিন্দু সমাজ এক হিন্দু কন্যার দুর্দশার ছবি তুলে ধরেছে, যাকে তার মুসলিম মহিলা ‘বন্ধু’ ওকিনাওয়া ফিটনেসে যোগ দিতে রাজি করিয়েছিল। জনৈক শিফা শেখ ওই হিন্দু মেয়েটিকে জিমে ভর্তি করিয়েছিল। এরপর জিম ট্রেনার জামিল খান মেয়েটির সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। জিম ট্রেনিং দেওয়ার পাশাপাশি সে তাকে মার্শাল আর্টও শেখাত। অভিযোগ, একদিন ট্রেনিংয়ের সময় জামিল মেয়েটিকে চেঞ্জিং রুমে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করে। তাকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য চাপও দেওয়া হয়েছিল। অসমের শ্রীভূমি জেলায় এক নাবালিকা বধির ও বোবা হিন্দু মেয়েকে অপহরণ করে ধর্ষণ করে চারজন মুসলিম যুবক। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ইসলাম উদ্দিন, মোনির উদ্দিন, দিলাওয়ার হোসেন এবং এক নাবালক মুসলিম ছেলে। বিহারের রাজধানী পাটনা থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে, রাষ্ট্র জ্যোতি একটি ফিল্ড তদন্ত চালায়। সেখানে একটি অবৈধ খ্রিস্টান ধর্মান্তর চক্রের হদিশ মেলে। এরা কোচিং সেন্টার চালানোর ছদ্মবেশে গ্রামে ঢুকেছিল (Roundup Week)।
লাভ জিহাদের ঘটনা
হায়দরাবাদের বানজারা হিলস এলাকায় প্রকাশ্যে লাভ জিহাদের ঘটনা। এখানে ফাহাদ নামে এক পাক বংশোদ্ভূত ব্যক্তি ভুয়ো নথি ব্যবহার করে কীর্তি নামে এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে (Hindus Under Attack)। বারাণসীর সারনাথ পুলিশ গ্রেফতার করেছে বছর সাতাশের এক মুসলিম যুবককে। তার নাম মহম্মদ শরাফ রিজভি। অভিযোগ, সে বিয়ের ওয়েবসাইটের মাধ্যমে হিন্দু মেয়েদের ফাঁদে ফেলত, পরে তাদের ব্ল্যাকমেল করে টাকা আদায় করত এবং শেষে জোরপূর্বক ধর্মান্তরিত করার চেষ্টা করত। সে সম্রাট সিংহ নামে ভুয়ো প্রোফাইল বানিয়ে ফাঁদ পেতেছিল। আহমেদাবাদের সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট স্কুলে সিন্ধি সম্প্রদায়ের দশম শ্রেণির ছাত্র নয়নকে ছুরি দিয়ে খুন করে অষ্টম শ্রেণির এক মুসলিম ছাত্র। খোদ দিল্লিতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এই মহিলাকে যৌন নির্যাতনের ঘটনায় দিল্লি পুলিশ উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলার বছর ছাব্বিশের মহম্মদ সোহিল ওরফে সোনুকে গ্রেফতার করেছে। শুধু তাই নয়, সে ওই মহিলার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও তুলে তা ইনস্টাগ্রামে ছড়িয়ে দেয়। পুলিশ ঘটনাটিকে “লাভ জিহাদের” দৃষ্টিকোণ থেকেও তদন্ত করছে (Roundup Week)।
হিন্দু পরিবারের নিরাপত্তা ও মর্যাদা লঙ্ঘিত
বারাণসীর এক চাঞ্চল্যকর ঘটনায় আবারও এক হিন্দু পরিবারের নিরাপত্তা ও মর্যাদা লঙ্ঘিত হয়েছে। রাউনক আলি নামের এক মুসলিম যুবক যে হিন্দু মেয়েদের টার্গেট করার জন্য কুখ্যাত, জেল থেকে মুক্তি পাওয়ার কয়েক দিনের মধ্যেই ফের একই অপরাধে জড়িয়ে পড়ে। এর আগেও সে এক কিশোরীকে অপহরণের দায়ে গ্রেফতার ও জেল খেটেছিল। এদিকে, শুক্রবার মহারাষ্ট্রের কোলাপুরে দুই সম্প্রদায়ের মধ্যে হিংসা ছড়ায়। এলাকায় ব্যাপক পাথর ছোঁড়াছুঁড়ি হয়। আগুন লাগিয়ে দেওয়া হয় রাস্তায় পার্ক করা একাধিক গাড়িতে (Hindus Under Attack)।
পড়শি দেশ বাংলাদেশেও অব্যাহত হিন্দুদের ওপর হামলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল বরকতের এক গবেষণায় বলা হয়েছে, প্রাতিষ্ঠানিক ও সংগঠিত নিপীড়নের কারণে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশে কোনও হিন্দুই অবশিষ্ট থাকবে না। বাংলাদেশে একটি উগ্র ইসলামি গোষ্ঠী পবিত্র সীতাকুণ্ড পাহাড়ে মসজিদ নির্মাণের কথা ঘোষণা করলে উত্তেজনা দেখা দেয়। মুন্সিগঞ্জ জেলার মেঘনা নদী থেকে জনপ্রিয় (Roundup Week) হিন্দু সাংবাদিক বিভু রঞ্জন সরকারের মৃতদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে (Hindus Under Attack)।
Leave a Reply