মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতায় ডেঙ্গি সংক্রমণের (Dengue in Kolkata) সংখ্যা ক্রমশ বাড়ছে। কলকাতা (kolkata) মিউনিসিপাল কর্পোরেশনের (KMC) এক আধিকারিকের দেওয়া তথ্য অনুযায়ী, অগাস্ট মাসের শুরুতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ২৫৫। তবে ২৪ অগাস্ট পর্যন্ত সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৩-এ, অর্থাৎ মাত্র ২১ দিনের মধ্যে ১২৮ জন নতুন আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। পুরসভার তরফ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২৪ অগাস্ট পর্যন্ত মোট ৩৮৩ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন কলকাতা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে। শুধু গত সপ্তাহেই নতুন করে ৪০ জন ডেঙ্গিতে (Dengue in Kolkata) আক্রান্ত হয়েছেন বলে খবর।
সাতটি ওয়ার্ডকে ডেঙ্গি-ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে
ইতিমধ্যেই কলকাতা পুরসভা (KMC) সাতটি ওয়ার্ডকে ডেঙ্গি-ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে। এই তালিকায় রয়েছে বালিগঞ্জের সানি পার্ক ও কুইন্স পার্ক, লেক গার্ডেন, তপসিয়া, পিকনিক গার্ডেন, খিদিরপুর, যোধপুর পার্ক এবং ভবানীপুরের কিছু অংশ। পুরসভা সূত্রে খবর, জানুয়ারি মাস থেকেই এই এলাকাগুলিকে নজরদারির আওতায় আনা হয়েছে। তবে গত দুই সপ্তাহে নতুন করে কোনও এলাকাকে ঝুঁকিপূর্ণ তালিকায় যুক্ত করা হয়নি। শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরসভার ভেক্টর কন্ট্রোল বিভাগকে নির্মাণস্থল ও সম্ভাব্য মশার প্রজননস্থানে (Dengue in Kolkata) বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সচেতনতা দলের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে জল জমা প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে প্রচার চালানো হচ্ছে।
ডেঙ্গিতে (Dengue in Kolkata) মৃত্যু উদ্বেগ বাড়ছে
ডেঙ্গির দাপটে ইতিমধ্যেই তিনজনের মৃত্যু হয়েছে শহরে। ৯ অগাস্ট, বালিগঞ্জ সানি পার্কের বাসিন্দা স্বরূপ মুখার্জি (৭৫) ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মারা যান। ১৪ অগাস্ট, বেহালা পর্ণশ্রীর গাবতলা লেনের বাসিন্দা অরিজিৎ দাস (৩৫) প্রাণ হারান। এর আগে, ২১ জুন, দমদম ক্যান্টনমেন্ট এলাকার ১৩ বছরের কিশোরী সরোণী বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয় ডেঙ্গিতে।
দ্রুত বাড়ছে ম্যালেরিয়ার সংক্রমণও
শুধু ডেঙ্গিই (Dengue in Kolkata) নয়, একইসঙ্গে ম্যালেরিয়ার সংক্রমণও আশঙ্কাজনক হারে বেড়েছে। কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী, ২৪ অগাস্ট পর্যন্ত ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,৬০৫। ১০ অগাস্ট পর্যন্ত এই সংখ্যা ছিল ১,১৫৬ — অর্থাৎ মাত্র ১৪ দিনের ব্যবধানে ৪৪৯ জন নতুনভাবে সংক্রমিত হয়েছেন। স্বাস্থ্য দফতরের মতে, এই বৃদ্ধির হার যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
Leave a Reply