BJP: “ইসলামে যদি সমতা থাকে, তাহলে মসজিদে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ কেন?” সিদ্দারামাইয়াকে প্রশ্ন বিজেপির

Bjp vs siddaramaiah on conversion

মাধ্যম নিউজ ডেস্ক: “আমরা যদি বলি ধর্মান্তর করো না, তবু তাদের মধ্যে অনেকেই ধর্মান্তরিত হয়। আমাদের হিন্দু সমাজে যদি সমতা ও সমান সুযোগ থাকত, তাহলে কে ধর্মান্তরিত হত? আমরা কি অছুতত্ব প্রবর্তন করেছি?” জাতি গণনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এমনই মন্তব্য করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah)। তিনি এও বলেন, “ইসলাম, খ্রিস্টান বা অন্য যে কোনও ধর্মে অসমতা থাকতে পারে। আমরা বা বিজেপি কাউকে ধর্মান্তর করতে বলেনি, তবে মানুষ করেছে… এটা তাদের অধিকার।”

বিজেপির তোপ (BJP)

সিদ্দারামাইয়ার এহেন মন্তব্যের জেরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। কর্নাটক বিধানসভার বিরোধী দলনেতা বিজেপির (BJP) আর অশোক এক্স হ্যান্ডেলে করা একটি পোস্টে লেখেন, “ইসলামে যদি সমতা থাকে, তাহলে মসজিদে মহিলাদের প্রবেশ কেন নিষিদ্ধ? ইসলামে যদি সমতা থাকে, তাহলে তিন তালাক নিষিদ্ধ করার বিরোধিতা করা হয়েছিল কেন? ইসলামে যদি সমতা থাকে, তাহলে কুরআনে হিন্দু-সহ অবিশ্বাসীদের কেন কাফের বলা হয়? আপনি কি এই প্রশ্ন করার সাহস রাখেন, সিদ্দারামাইয়া?” তিনি আরও লেখেন, “যদি ইসলাম শান্তিপ্রিয় ধর্ম হয়, যদি মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকে, তাহলে পহেলগাঁওয়ে জঙ্গিরা পর্যটকদের নাম কেন জানতে চেয়েছিল? মহিলাদের ও শিশুদের কপালে সিঁদুর খুঁজে নিয়েছিল? তাদের কলমা পাঠ করতে বলেছিল এবং শুধুমাত্র হিন্দুদের হত্যা করেছিল? আপনি কি এই প্রশ্ন করার সাহস রাখেন, সিদ্দারামাইয়া (BJP)?”

৪৭টি নতুন খ্রিস্টান জাত

প্রসঙ্গত, শনিবার কংগ্রেসের সিদ্দারামাইয়া সরকারের বিরুদ্ধে ৪৭টি নতুন খ্রিস্টান জাত তৈরি করার অভিযোগ করে বিজেপি। পদ্মশিবিরের দাবি, এটি হিন্দু সমাজ বিভক্ত করার এবং ধর্মান্তরিত প্রচারের একটি কৌশল। সরকার হিন্দু সমাজকে দুর্বল করার জন্য এ কাজ করছে। তার প্রেক্ষিতেই পাল্টা মন্তব্য করেন সিদ্দারামাইয়া (Siddaramaiah)। যারপর সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে পাটকেলটি ছুড়লেন রাজ্যের বিরোধী দলনেতা (BJP)।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share