Jayshree Ullal: সত্য নাদেলা বা সুন্দর পিচাই নন, হুরুন ইন্ডিয়া রিচ লিস্টের শীর্ষে ভারতীয় বংশোদ্ভূত সিইও জয়শ্রী উল্লাল

jayshree ullal tops hurun india rich list not satya nadella or sundar pichai this woman creates history among ceo

মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরেই বিশ্বের প্রযুক্তি দুনিয়ায় সবচেয়ে ধনী ভারতীয় বংশোদ্ভূত সত্য নাদেলা ও সুন্দর পিচাইয়ের নাম শোনা যাচ্ছে। তবে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দুই সংস্থার সিইও হওয়া সত্ত্বেও, বর্তমানে তাঁদের কেউই শীর্ষ স্থানে নেই। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী (Hurun India Rich List), এই তালিকার শীর্ষে রয়েছেন অ্যারিস্টা নেটওয়ার্কসের প্রেসিডেন্ট ও সিইও জয়শ্রী উল্লাল (Jayshree Ullal)। তাঁর মোট সম্পদের পরিমাণ ৫০,১৭০ কোটি টাকা, যা তাঁকে বিশ্বে সবচেয়ে ধনী ভারতীয় পেশাদার ম্যানেজার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সদ্য প্রকাশিত এই তালিকায় মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা রয়েছেন দ্বিতীয় স্থানে, তাঁর সম্পদের পরিমাণ ৯,৭৭০ কোটি টাকা। গুগলের সিইও সুন্দর পিচাই রয়েছেন সপ্তম স্থানে, তাঁর সম্পদের পরিমাণ ৫,৮১০ কোটি টাকা।

শিক্ষা ও ব্যক্তিগত জীবন

জয়শ্রী উল্লাল (Jayshree Ullal) জন্মগ্রহণ করেন ১৯৬১ সালের ২৭ মার্চ, লন্ডনে। তিনি ভারতীয় বংশোদ্ভূত এক হিন্দু পরিবারে জন্ম গ্রহণ করেন। ব্লুমবার্গ-এর রিপোর্ট অনুযায়ী, পাঁচ বছর বয়সে তিনি ভারতে চলে আসেন। তাঁর বাবা একজন পদার্থবিদ ছিলেন এবং ভারতের শিক্ষা মন্ত্রকের সঙ্গে কাজ করার পাশাপাশি আইআইটি (Indian Institutes of Technology) প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নয়াদিল্লির কনভেন্ট অব জেসাস অ্যান্ড মেরি স্কুলে পড়াশোনা করার পর, বাবার পেশাগত কারণে তিনি সান ফ্রান্সিসকোতে চলে যান। লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, তিনি সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৮৬ সালে সান্তা ক্লারা ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে মাস্টার্স সম্পন্ন করেন। তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালে তাঁকে ইঞ্জিনিয়ারিংয়ে সম্মানসূচক ডক্টরেট প্রদান করা হয়।

কর্মজীবনের শুরু ও সাফল্য

কর্মজীবনের শুরুতে তিনি সেমিকন্ডাক্টর শিল্পে কাজ করেন এবং এএমডি (Advanced Micro Devices) ও ফেয়ারচাইল্ড সেমিকন্ডাক্টর-এ গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান জয়শ্রী উল্লাল (Jayshree Ullal)। পরে ক্রেসেন্ডো কমিউনিকেশনস-এ ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) পদে থাকাকালীন, ১৯৯৩ সালে সংস্থাটি সিসকোর হাতে অধিগ্রহণ হয়। এরপর তিনি সিসকো সিস্টেমস-এ সংস্থার সুইচিং ডিভিশনকে একটি বড় ব্যবসায়িক ইউনিটে পরিণত করেন। ২০০৮ সালে সিসকো ছেড়ে তিনি অ্যারিস্টা নেটওয়ার্কসে যোগ দেন। সেই সময়ে অ্যারিস্টায় কর্মী সংখ্যা ছিল মাত্র ৩০ জনেরও কম, এবং সংস্থাটি একটি আইন সংস্থার বেসমেন্ট থেকে কাজ করত। জয়শ্রী উল্লালের নেতৃত্বে সেই সংস্থাই আজ বিশ্ব ক্লাউড নেটওয়ার্কিং বাজারের অন্যতম বড় নাম। ২০০৮ সাল থেকে অ্যারিস্টা নেটওয়ার্কসের নেতৃত্বে রয়েছেন জয়শ্রী উল্লাল। তাঁর নেতৃত্বে এই ক্লাউড নেটওয়ার্কিং সংস্থা দ্রুত বৃদ্ধি পেয়েছে। ফোর্বস-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে অ্যারিস্টার রাজস্ব দাঁড়ায় ৭ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি। বর্তমানে তিনি সান ফ্রান্সিসকোতেই বসবাস করেন।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share