ABVP: ১৮ সেপ্টেম্বর দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, ইস্তেহার প্রকাশ এবিভিপির

ABVP Releases DUSU Election 2025 Manifesto Focusing on Student Welfare Safety and Campus Facilities

মাধ্যম নিউজ ডেস্ক: অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করল। এই ইস্তেহারটি পড়ুয়াদের সুযোগ- সুবিধা এবং ছাত্র কল্যাণের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের (DUSU Election 2025) পাঁচ হাজারেরও বেশি পড়ুয়ার মতামতের ভিত্তিতে এটি প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে এবিভিপি।

মেট্রোর ভাড়া কমানো, ক্যাম্পাসে ফ্রি ওয়াইফাই-এর আশ্বাস

ইস্তেহারে এবিভিপি মূলত পড়ুয়াদের দৈনন্দিন জীবন সহজ করার এবং শিক্ষাজীবনকে সমৃদ্ধ করার লক্ষ্য রেখেছে। পাঠ্যক্রমের বাইরে পড়ুয়ার জীবনকে আরও সুষ্ঠু ও নিরাপদ করতে এবিভিপি (ABVP) একগুচ্ছ আশ্বাস দিয়েছে। এবিভিপি প্রতিশ্রুতি দিয়েছে মেট্রোর ভাড়া হ্রাস, ক্যাম্পাসে বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা এবং সহায়ক স্বাস্থ্য বীমা প্রদানের। এছাড়া বিশেষভাবে সক্ষম পড়ুয়ার জন্য উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে এবং খেলাধুলার জন্য পর্যাপ্ত সরঞ্জাম ও পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা হবে। এবিভিপি জানিয়েছে, তারা কলেজের সাংস্কৃতিক, সামাজিক ও অ্যাকাডেমিক সংগঠনগুলির (DUSU Election 2025) বাজেট বৃদ্ধি করবে। হস্টেলে নানা সুযোগ-সুবিধার দেওয়া হবে বলেও জানিয়েছে এবিভিপি। নতুন হস্টেল নির্মাণের কথাও ইস্তেহারে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

এবিভিপি পড়ুয়াদের জন্য বৃত্তি এবং চাকরির সুযোগ বৃদ্ধি করবে

পড়ুয়াদের ভবিষ্যতকে আরও সমৃদ্ধ করতে এবিভিপি (ABVP) বৃত্তি এবং চাকরির সুযোগ বৃদ্ধি করবে। এছাড়া ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে, যাতে পড়ুয়ারা নিরাপদ পরিবেশে তাদের শিক্ষা অর্জন করতে পারে। এই প্রতিশ্রুতিগুলো ইস্তেহারের মাধ্যমে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, তাদের প্রধান লক্ষ্য হল পড়ুয়াদের এক উন্নত, নিরাপদ এবং সুবিধাসম্পন্ন বিশ্ববিদ্যালয় জীবন নিশ্চিত করা। ইস্তেহারটি প্রকাশিত হয়েছে ১৩ সেপ্টেম্বর ২০২৫-এ। প্রসঙ্গত, ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ১৮ সেপ্টেম্বর ২০২৫। এবিভিপির (ABVP) এই ইস্তেহার পড়ুয়াদের স্বার্থে নেওয়া বিভিন্ন উদ্যোগ ও প্রতিশ্রুতির মাধ্যমে তাদের ভোটে প্রভাব ফেলতে চায়। বিশেষভাবে পড়ুয়ার সুবিধা, নিরাপত্তা এবং শিক্ষাজীবনের মান বৃদ্ধিই এই ইস্তেহারের মূল লক্ষ্য।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share