Bangladesh Crisis: বাংলাদেশের হিন্দু সঙ্গীতশিল্পী রাহুল আনন্দের বাড়িতে লুট, তাণ্ডব চালাল মৌলবাদীরা

rahul-ananda-112338122

মাধ্যম নিউজ ডেস্ক: গত ৫ অগাস্ট বাংলাদেশের (Bangladesh Crisis) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। আন্দোলনকারীরা দখল করে তাঁর বাসভবন। এরপরেও সারা বাংলাদেশ জুড়ে জেহাদিদের লুট এবং তাণ্ডবলীলা চলতে থাকে। গত সোমবার জেহাদিদের একটি ভিড় হামলা চালায় সেদেশের খ্যাতনামা হিন্দু সঙ্গীত শিল্পী রাহুল আনন্দের বাড়িতে। প্রসঙ্গত, রাহুল আনন্দ বর্তমানে ভাড়া বাড়িতে থাকেন। সেখানেই হামলা চালায় জেহাদিরা। হামলার আগে বাড়িতেই উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী নিজে, তাঁর স্ত্রী শুক্লা, ছেলে তোতা এবং অন্যান্য পরিবারের সদস্যরা। হামলার খবর পাওয়া মাত্রই তাঁরা বাড়ি ছেড়ে পালিয়ে যান এবং অন্য কোথাও অজ্ঞাত পরিচিত একটা স্থানে আশ্রয় নেন।

৩ হাজার সঙ্গীত বাদ্যযন্ত্র ভাঙচুর (Bangladesh Crisis)

সে দেশের সংবাদসংস্থাগুলি সূত্রে জানা গিয়েছে, এই হামলা হয় সোমবার ঠিক বিকাল চারটা নাগাদ। রাহুল আনন্দের (Bangladesh Crisis) পরিবার সূত্রে জানা গিয়েছে, জেহাদিরা প্রথমে বাড়ির গেটটিকে ভেঙে দেয়, তারপরেই তারা বাড়ি লুট করতে শুরু করে। সামনে যা পায় তাই লুট করে, ভাঙচুর করে। আসবাবপত্র কোনও কিছু বাদ যায়নি। প্রায় তিন হাজার বাদ্যযন্ত্র জেহাদিরা (Bangladesh Crisis) ভাঙচুর করেছে বলে জানা গিয়েছে। রাহুলের টিমের এক সদস্য জানিয়েছেন, ৫ অগাস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরই দুর্বৃত্তরা ছুটে এসেছিল ধানমন্ডির ৩২ নম্বর রোডে। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে হামলা চালানোর পরই ছুটে আসে একই রোডে অবস্থিত রাহুল আনন্দের বাড়িতে।

রাহুল আনন্দের এই বাড়িতেই এসেছিলেন ফরাসি প্রেসিডেন্ট

প্রসঙ্গত, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়ে মাঁক্র তাঁর বাংলাদেশ সফরকালে (Bangladesh Crisis) রাহুল আনন্দের (Rahul Ananda) বাড়িতেও গিয়েছিলেন। সমাজমাধ্যমের পাতায় ‘জলের গান’ নামক ফেসবুক পেজ থেকে লেখা হয়, ‘‘রাহুল আনন্দের (Rahul Ananda) বাড়ি শুধুমাত্র তাঁর বাড়ি ছিল না। উপরন্ত সেটি তাদের গোটা টিমের বাড়ি ছিল।’’ ওই পোস্টে প্রশ্ন তোলা হয়েছে, এই বাড়িটি হয়তো পুনরায় তৈরি করা যাবে কিন্তু যে ঘৃণার আগুন ছড়ানো হয়েছে তা কী করে নিভবে? প্রসঙ্গত রাহুল আনন্দ যে বাড়িটিতে থাকতেন সেটি ১৪০ বছরের পুরনো। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share