মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশি এক মহিলার (Bangladesh) সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল হল সেদেশে নিযুক্ত পাক হাইকমিশনারের। এতেই লজ্জায় ঢাকা ছাড়লেন পাক হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। এমন ঘটনায় মুখ পুড়েছে পাকিস্তানেরও। বাংলাদেশের সংবাদমাধ্যমগুলিতে এনিয়ে রীতিমতো খবরও প্রকাশিত হয়েছে। কমবেশি সমস্ত সংবাদমাধ্যমই দাবি করেছে, পাক হাইকমিশনারের (Pak High Commissioner) নাকি খোঁজ মিলছে না। সম্প্রীতি এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যায় তাঁকে। হানি ট্র্যাপের এই ভিডিও ভাইরাল হতেই গা ঢাকা দেন ওই পাক কূটনীতিক। এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে বাংলাদেশের প্রথম শ্রেণির সংবাদপত্র (Bangladesh) ‘প্রথম আলো’-তে। প্রতিবেদনে তারা জানিয়েছে, ইন্টারনেট মাধ্যমে হানি ট্র্যাপের ওই ভিডিও ভাইরাল হওয়ার পরেই পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না।
অনেকের মতে ইসলামাবাদে রয়েছেন মারুফ
এক্ষেত্রে অনেকে মনে করছেন যে তিনি অন্য কোনও দেশে পালিয়ে গিয়েছেন। অন্য সূত্রের খবর, তাঁকে নাকি অবিলম্বে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে। মারুফ এই কাণ্ড ঘটিয়ে পালিয়ে যাওয়ার পরেই পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার পদে নিযুক্ত মহম্মদ আসিফকে বর্তমানে ভারপ্রাপ্ত হাইকমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশের সংবাদপত্রগুলি জানাচ্ছে যে গত ১১ মে মারুফ পালিয়ে যান। অনেকে আবার এটাও মনে করছেন, ঢাকা ছেড়ে তিনি দুবাই হয়ে ইসলামাবাদে গিয়েছেন।
২০২৩ সালে ডিসেম্বর মাস থেকে দায়িত্বে ছিলেন মারুফ (Bangladesh)
এমন কাণ্ড ঘাটিয়ে মারুফের পালিয়ে যাওয়ার বিষয়টি ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশন আনুষ্ঠানিকভাবে (Pak High Commissioner) বাংলাদেশের বিদেশ মন্ত্রককে জানিয়েছে। অন্যদিকে, একাধিক মিডিয়া রিপোর্টে প্রকাশ যে মারুফ দু সপ্তাহের জন্য ছুটিতে থাকবেন। কোনও কোনও রিপোর্টে দাবি করা হয়েছে তিনি বর্তমানে পাকিস্তানে রয়েছেন। নিজের দেশে ফেরার পরেই তিনি একাধিক উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেছেন বলে খবর। জানা গিয়েছে, ২০২৩ সালে ডিসেম্বর মাস থেকে পাকিস্তানের হাই কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয় মারুফকে। বাংলাদেশ (Bangladesh) একাধিক কূটনৈতিক কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন তিনি।
Leave a Reply