Bharat Forecast System: আবহাওয়া পূর্বাভাসে নতুন যুগের সূচনা হল ‘ভারত ফোরকাস্ট সিস্টেম’-র মাধ্যমে

Bharat Forecast System shaping future of weather forecasting in India

মাধ্যম নিউজ ডেস্ক: আবহাওয়ার পূর্বাভাসের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করল ভারত। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে ‘ভারত পূর্বাভাস ব্যবস্থা’ (Bharat Forecasting System)। এই উন্নত প্রযুক্তির উন্নয়নে সহায়তা করেছে আইআইটি এম-পুনে (IITM Pune), আইএমডি (IMD), এবং নয়াদিল্লিতে অবস্থিত এনসিএমআরডব্লিউএফ (NCMRWF)।

অত্যন্ত উন্নত ও নির্ভুলভাবে প্রদান করা সম্ভব হবে পূর্বাভাস

এই ব্যবস্থার মাধ্যমে বিশ্বব্যাপী আবহাওয়ার (Bharat Forecasting System) পূর্বাভাস অত্যন্ত উন্নত ও নির্ভুলভাবে প্রদান (Weather Forecasting) করা সম্ভব হবে। উল্লেখযোগ্যভাবে, ২০২৫ সালের ২৬ মে ভূবিজ্ঞান মন্ত্রকের উদ্যোগে এই ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ভারতের বিজ্ঞানীদের হাতেই এই প্রযুক্তির পুরো উন্নয়ন হয়েছে, যা দেশের বৈজ্ঞানিক অগ্রগতির একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তির ফলে দেশের অর্থনৈতিক খরচ অনেকটাই কমে আসবে। পৃথিবীর যেকোনো প্রান্তের যেকোনো এলাকার আবহাওয়ার নির্ভুল পূর্বাভাস দেওয়া সম্ভব হবে এই নতুন ব্যবস্থার মাধ্যমে। এছাড়াও, ভারতের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে এই প্রযুক্তি বিশেষভাবে উপকারে আসবে। বিশেষ করে কৃষি নির্ভর জনগোষ্ঠী, যাদের জীবন-জীবিকা অনেকাংশে আবহাওয়ার উপর নির্ভরশীল, তাদের জন্য এটি একটি বড় সুবিধা হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের গতিপথ ও সতর্কবার্তা নির্ধারণেও বড় ভূমিকা রাখছে

কয়েক দশক আগে ভারতের আবহাওয়া পূর্বাভাস (Bharat Forecasting System) দেওয়ার জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হত, তা ছিল ‘২৫ বাই ২৫’ মডেল। এর অর্থ, একটি কাল্পনিক ২৫ কিলোমিটার লম্বা ও ২৫ কিলোমিটার চওড়া বর্গাকার অঞ্চলকে ভিত্তি ধরে সেই এলাকার আবহাওয়া কেমন হবে, তার পূর্বাভাস দেওয়া হত। পরবর্তীকালে পূর্বাভাস আরও নির্ভুল করতে চালু হয় ‘১২ বাই ১২’ মডেল। এতে ২৫ কিলোমিটারের জায়গায় ১২ কিলোমিটার দৈর্ঘ্য ও প্রস্থের বর্গক্ষেত্র ব্যবহৃত হতে থাকে। ফলে একসময় যেখানে ৬২৫ বর্গকিলোমিটার এলাকার জন্য একটিমাত্র পূর্বাভাস দেওয়া হতো, নতুন মডেলে তা কমে দাঁড়ায় মাত্র ১৪৪ বর্গকিলোমিটারে। তবে সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে যায়, আরও নিখুঁত পূর্বাভাস দিতে হলে এই মডেলগুলো যথেষ্ট নয়। দরকার আরও উচ্চ রেজোলিউশনের গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম। সেই লক্ষ্যেই শুরু হয় ‘৬ বাই ৬’ মডেলের উন্নয়ন কাজ। এরফলে ১৪৪ বর্গকিলোমিটারের বদলে মাত্র ৩৬ বর্গকিলোমিটারের ব্লকে বিশ্লেষণ করা হয়। এলাকা যত ছোট হয়, সেই অনুযায়ী তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করতে আরও বেশি শক্তিশালী কম্পিউটারের দরকার হয়। এই অত্যাধুনিক মডেল কেবল দৈনিক আবহাওয়া পূর্বাভাসেই নয়, বরং বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের গতিপথ ও সতর্কবার্তা নির্ধারণেও বড় ভূমিকা রাখছে।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share