মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৫ সালের আইসিএসই (ICSE) ও আইএসসি ফলাফল প্রকাশিত হল (ICSE 10th Result)। মঙ্গলবারই রেজাল্ট ঘোষণার দিন জানায় সিআইএসসিই বোর্ড। প্রসঙ্গত, পরীক্ষা শেষ হওয়ার ২৫ দিনের মাথায় ফলপ্রকাশ করল বোর্ড। মেয়েদের পাশের হার ৯৯.৪৫ শতাংশ। ছেলেদের পাসের হার ৯৮.৬৪ শতাংশ। ফলাফল দেখা যাচ্ছে cisce.org ওয়েবসাইটে।
চলতি বছরে দশম শ্রেণির (আইসিএসই) পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লক্ষ ৫২ হাজার ৫৫৭ জন। তার মধ্যে ১ লক্ষ ৩৫ হাজার ২৬৮ জন ছাত্র ও ১ লক্ষ ১৮ হাজার ১১৬ জন ছাত্রী। সার্বিক পাশের হার ৯৯.০৯ শতাংশ। মেয়েদের পাশের হার – ৯৯.৩৭ শতাংশ, ছেলেদের – ৯৮.৮৪ শতাংশ। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির (আইএসসি) পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৯ হাজার ৫৫১ জন। এর মধ্যে ছাত্র ৫২ হাজার ৬৯২ এবং ছাত্রী ৪৭ হাজার ৩৭৫ জন। ৯৮ হাজার ৫৭৮ জন উত্তীর্ণ হয়েছেন। সার্বিক পাশের হার ৯৯.০২ শতাংশ। মেয়েদের পাশের হার – ৯৯.৪৫ শতাংশ, ছেলেদের – ৯৮.৬৪ শতাংশ।
আইসিএসই বোর্ডের (ICSE) ফলাফল: অঞ্চল ভিত্তিক পাশের হার
উত্তর ভারত: ৯৮.৭৮ শতাংশ
পূর্ব ভারত: ৯৮.৭০ শতাংশ
পশ্চিম ভারত: ৯৯.৮৩ শতাংশ
দক্ষিণ ভারত: ৯৯.৭৩ শতাংশ
বিদেশ: ৯৩.৩৯ শতাংশ
কীভাবে দেখা যাচ্ছে ফলাফল
ফলাফল দেখতে ক্লিক করুন: cisce.org।
এরপর নিজের কোর্স নির্বাচন করুন।
UID এবং Index নম্বর লিখুন।
এরপর ক্যাপচা কোড দিতে হবে।
ফলাফল দেখুন বোতামে ক্লিক করুন।
একইসঙ্গে দশম শ্রেণীর পরীক্ষার্থীরা ICSE টাইপ করে unique ID code লিখে 09248082883 নম্বরে মেসেজ করলেও নিজেদের ফলাফল দেখতে পাবে।
ডিজিলকার থেকেও রেজাল্ট দেখা যাচ্ছে
এ ছাড়া ডিজিলকার থেকেও রেজাল্ট (ICSE) দেখা যাচ্ছে। তার জন্য প্রথমে ডিজিলকার পোর্টালে https://results.digilocker.gov.in ওয়েব অ্যাড্রেসে যেতে হবে পরীক্ষার্থীকে। সেখানেই সিআইএসসিই-র আলাদা বিভাগ রয়েছে। সেখানে গিয়ে রেজাল্ট জানতে আইসিএসই অথবা আইএসসি বোতামে ক্লিক করতে হবে। পরের পাতায় ইনডেক্স নম্বর এবং অ্যাডমিট কার্ডে লেখা জন্মতারিখ দিয়ে ‘সাবমিট’ করলে ফলাফল দেখতে পাবে পরীক্ষার্থীরা। এই পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিয়ে খুশি না হলে, উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য পাঠানো যায়। এর জন্য যেতে হবে নির্দিষ্ট ওয়েবসাইটের ‘Public Services’ সেকশনে। রেজিস্টার্ড ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ৩০ এপ্রিল এই পুনর্মূল্যায়নের উইন্ডো খুলবে বলে জানানো হয়েছে, এটি বন্ধ হবে ৪ মে।
Leave a Reply