MK Stalin: ডিএমকে জোটে আসছে না পিএমকে, জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন

MK Stalin Denies PMK Joining DMK Alliance In 2026 Tamil Nadu Elections

মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৬ সালের বিধানসভা নির্বাচন রয়েছে তামিলনাড়ুতে (Tamil Nadu)। কোন দল কোন জোটে থাকবে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সম্প্রতি দক্ষিণ ভারতের এই রাজ্যের সফর করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ফের একবার বিজেপি ও এআইএডিএমকে জোটের কথা ঘোষণা করেন এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। এই সময়ই জল্পনা ছড়িয়ে পড়ে যে তামিলনাড়ুর অন্যতম ছোট রাজনৈতিক দল পিএমকে তারা শাসক দল ডিএমকে জোটে যোগ দিতে চলেছে। কিন্তু তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে একথা অস্বীকার করেছেন। স্ট্যালিন (MK Stalin) এই ঘটনাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

তামিলনাড়ুতে (Tamil Nadu) জোট রাজনীতি নিয়ে চলছে চর্চা

প্রসঙ্গত, এআইএডিএমকে ও বিজেপির জোট চূড়ান্ত হওয়ার পর থেকে তামিলনাড়ুর রাজনৈতিক মহলে ফের একবার ব্যাপক আলোড়ন শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই সাংবাদিক বৈঠকেই ঘোষণা করেন এই জোটের গৌরবময় অধ্যায় নিয়ে। তখন তাঁকে বলতে শোনা যায়, একসময় এই জোটই তামিলনাড়ুতে ৩৯টির মধ্যে ত্রিশটি লোকসভার আসনে জয়ী হয়েছিল। অন্যদিকে ডিএমকে জোটসঙ্গীদের মধ্যে রয়েছে কংগ্রেস-ভিসিকে এবং অন্যান্য বামপন্থী দলগুলি। এই অবস্থায় জল্পনা ছড়ায় যে তামিলনাড়ুর দল পিএমকে, ডিএমকে জোটে যোগ দিতে আগ্রহী হয়েছে। কিন্তু এমন দাবি নস্যাৎ করেছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (MK Stalin)।

উত্তর তামিলনাড়ুতে ভালোই ভোট ব্যাঙ্ক রয়েছে পিএমকে দলের

বিশেষজ্ঞ মহল বলছে, উত্তর তামিলনাড়ুতে পিএমকে-র বেশ ভালোই ভোট ব্যাঙ্ক রয়েছে। অন্যদিকে, ডিএমকে দলের জোট সঙ্গী ভিসিকে দলের সে রাজ্যের তপশিলি জাতিদের মধ্যে ভালো প্রভাব রয়েছে। এবার পিএমকে, ডিএমকে সঙ্গে জোটে এলে ভিসিকে জোট ছেড়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এই পরিস্থিতিতে সম্প্রতি একটি ইংরেজি দৈনিককে সাক্ষাৎকার দেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (MK Stalin)। সেখানেই তাঁকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় পিএমকে-র সঙ্গে ডিএমকে জোট নিয়ে। তারই জবাবে স্ট্যালিন জানান, সাংবাদিক যে ধরনের প্রশ্ন করছেন সেটি একটি গুজব। তাঁদের এধরনের জোটের কোনও ইচ্ছা নেই।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share