PM Modi: মোদির দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করলেন কলম্বোর মুসলমানরা

muslim community in Colombo offer special prayers on pm modi

মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করলেন মুসলমানরা (Muslim Community)। আজ্ঞে হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও, ঘোর বাস্তব। যাঁরা প্রচার করে বেড়ান বিজেপি মুসলমান বিরোধী, তাঁদের গালে কষিয়ে থাপ্পড় মারল মুসলমানদের এই বিশেষ প্রার্থনা সভার আয়োজন। এদিন ৭৫ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী। দেশ-বিদেশের রাজনীতিকরা তাঁর দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন। বহু সাধারণ মানুষও বিভিন্ন মন্দিরে পুজো দিয়েছেন প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে।

মুসলিমদের বিশেষ প্রার্থনা (PM Modi)

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় বোহরা মুসলিম সম্প্রদায়ের সদস্যরা মসজিদে বিশেষ প্রার্থনা করেছেন ভারতের প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে। ওই বিশেষ প্রার্থনার ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা গিয়েছে, মোদির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভারতের সেবা অব্যাহত রাখার জন্য প্রার্থনা করছেন তাঁরা। ওয়াকিবহাল মহলের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে ক্রমেই দেশের সীমানা ছাড়িয়ে ‘আন্তর্জাতিক’ হয়ে উঠছেন, এই ঘটনাই তার প্রমাণ। প্রসঙ্গত, দিন কয়েক আগে নেপালেও ভারতের প্রধানমন্ত্রীর ব্যাপক প্রশংসা করেছেন সে দেশের নাগরিকদের একটা বড় অংশ। ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ব্রিটিশ দক্ষিণপন্থী নেতা টনি রবিনসনও।

আন্তর্জাতিক মঞ্চে মোদির নেতৃত্বের প্রশংসা

এদিন মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন বহু আন্তর্জাতিক রাষ্ট্রনেতাও। আন্তর্জাতিক মঞ্চে মোদির নেতৃত্বের প্রশংসাও করেছেন অনেকে। প্রধানমন্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খান, অক্ষয় কুমার, অনুপম খের এবং আলিয়া ভাট-সহ বলিউডের বহু প্রখ্যাত তারকা। ক্রীড়া জগতের পাশাপাশি সাংস্কৃতিক জগতের লোকজনও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদানও স্মরণ করা হয়েছে (PM Modi)।

বারাণসী লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী। তাই এদিন বারাণসী কার্যত হয়ে উঠেছিল উৎসবমুখর। দশাশ্বমেধ ঘাটে সিটি সাউথের বিধায়ক নীলকণ্ঠ তিওয়ারি আন্নপূর্ণা ঋষিকুল ব্রহ্মচার্য আশ্রম এবং শাস্ত্রার্থ মহাবিদ্যালয়ের ১০৮ জন বৈদিক পণ্ডিতের সঙ্গে মিলিত হন। তাঁরা একযোগে গঙ্গায় দুধাভিষেক সম্পন্ন করেন এবং প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও ভারতের সমৃদ্ধির জন্য বৈদিক মন্ত্র পাঠ করেন। পরে সন্ধ্যায় নমো ঘাটে বিশেষ গঙ্গা আরতিরও আয়োজন করা হয়। কাশী বিশ্বনাথ মন্দিরে সন্ন্যাসীরা বিশেষ পুজোর আয়োজন করেন। ১১০০টি পদ্মফুল দ্বারা সহস্রার্চনা এবং মহারুদ্রাভিষেকও হয় মোদির (Muslim Community) সুস্বাস্থ্য, দেশের ঐক্য ও বিশ্বশান্তির জন্য। ফল বিতরণ করা হয় হাসপাতাল, অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রমে (PM Modi)।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share