মাধ্যম নিউজ ডেস্ক: ওয়াকফ আইনের বিরোধিতাকে কেন্দ্র করে হিংসা ছড়ায় মুর্শিদাবাদে। জেলার সামশেরগঞ্জে বাবা-ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে মৌলবাদীদের বিরুদ্ধে। হিন্দু হওয়ার জন্য বহু উদ্বাস্তু পরিবারকে জেলাও ছাড়তে হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের সৌজন্যে সে চিত্র ধরা পড়েছে আগেই। এবার মুর্শিদাবাদে (NHRC) হিংসার ঘটনায় এবার আসরে নামল জাতীয় মানবাধিকার কমিশন। মঙ্গলবার তারা জানাল, পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে মুর্শিদাবাদে টিম পাঠানো হচ্ছে।
কী বলছে জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)
প্রসঙ্গত, মুর্শিদাবাদে (NHRC) হিংসার ঘটনা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনে একটি অভিযোগ জমা পড়েছিল। তার ভিত্তিতেই তদন্তকারী দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। জাতীয় মানবাধিকার কমিশনের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়, “ঘটনার গুরুত্ব বিচার করে মুর্শিদাবাদে টিম পাঠাতে কমিশনের ডিরেক্টর জেনারেল(তদন্ত)-কে নির্দেশ দেওয়া হয়। সেই টিম মুর্শিদাবাদে পৌঁছে ঘটনার সরেজমিনে তদন্ত করবে।” প্রসঙ্গত, এর আগেও রাজ্যের একাধিক ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সামনে এসেছে। তখনও একাধিক কেন্দ্রীয় প্রতিনিধিদল বা জাতীয় কমিশনের প্রতিনিধিদের আসতে দেখা গিয়েছে। এবার মুর্শিদাবাদ হিংসাতেও আসছে জাতীয় মানবাধিকার কমিশন।
কমিশনে অভিযোগ জানায় অগ্নি সমাজ (Agni Samaj) নামের একটি সংগঠন
সূত্রের খবর, অগ্নি সমাজ নামের একটি মানবাধিকার সংগঠনের তরফে একটা অভিযোগ জমা পড়েছিল কমিশনের কাছে। এরপরেই মুর্শিদাবাদে আসার কথা জানানো হয়েছে কমিশনের তরফে। মনে করা হচ্ছে শীঘ্রই আসবে তাদের টিম। অগ্নি সমাজ নামের ওই সংগঠনের তরফে কমিশনে অভিযোগ জমা দেওয়া হয় গত ১৩ এপ্রিল। পরবর্তীকালে ১৫ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার জাতীয় মানবাধিকার কমিশন এই চিঠির প্রাপ্তি স্বীকার করে। এরপরেই তারা জানায়, মুর্শিদাবাদ হিংসার বিষয়ে তারা অভিযোগ পেয়েছে। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ওয়াকফ আইনের বিরোধিতার নামে কীভাবে তাণ্ডব চালানো হয়েছে, হিন্দুদেরকে লক্ষ্য বানানো হয়েছে। অগ্নি সমাজের চিঠিতে (NHRC) হরগোবিন্দ দাস ও চন্দন দাসের হত্যার কথাও উল্লেখ করা হয়েছে।
Leave a Reply