মাধ্যম নিউজ ডেস্ক: জঙ্গিদের মদতদাতা পাকিস্তান তা ফের একবার সামনে এসেছিল অপারেশন সিঁদুর-র (Operation Sindoor) পরেই। একটি ছবিতে দেখা যায়, ভারতের প্রত্যাঘাতে বাহাওয়ালপুরে জইশের হেড কোয়ার্টারে নিহত জঙ্গিদের স্যালুট করছে পাক সেনা। শুধু তাই নয়, অ্যাম্বুল্যান্সে করে জইশ জঙ্গিদের দেহ যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তখন পাকিস্তান আর্মি কোর অফ মিলিটারি পুলিশ তাদের স্যালুট ঠোকে। জঙ্গিদের শেষকৃত্যে হাজির থাকতে দেখা গিয়েছে পাক সেনা অফিসার, পুলিশকে।
মুরিদকে ক্যাম্পে খতম জঙ্গিদের শ্রদ্ধা পাক সেনা-পুলিশের
মুরিদকে জঙ্গি ক্যাম্পে খতম হওয়া জঙ্গিদের সার দিয়ে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাতে দেখা গিয়েছে পাকিস্তান সেনার (Pak Army) আধিকারিকদের। শুধু তাই নয়, জঙ্গিদের কফিন বন্দি মৃতদেহ ঘাড়ে করে নিয়ে যেতেও দেখা গিয়েছে (Operation Sindoor) পাক সেনাকে। একইসঙ্গে জঙ্গিদের কফিনও মুড়ে দেওয়া হয় পাকিস্তানের পতাকায়। এই আবহে জঙ্গিদের শেষকৃত্যে হাজির থাকা পাক সেনা অফিসারদের নাম সামনে আনল দিল্লি। ভারত যে ছবি প্রকাশ করেছে, তাতে শেষকৃত্যের অনুষ্ঠানে দেখা গিয়েছে লস্কর-ই-তৈবা জঙ্গি হাফিজ আবদুল রাউফকে। আমেরিকার তৈরি সন্ত্রাসবাদীদের তালিকায় বিশেষ ভাবে চিহ্নিত তার নাম। ভারতের প্রত্যাঘাতে (Operation Sindoor) এই শিবিরে থাকা তিন শীর্ষ কমান্ডার সহ একাধিক জঙ্গি খতম হয়েছে বলে জানা গিয়েছে। তিন শীর্ষ কমান্ডার হল, কারি আব্দুল মালিক, খালিদ এবং মুদাস্সির। তাদেরই শেষকৃত্যের ছবি প্রকাশ করেছে ভারত, এমনটাই জানা যাচ্ছে।
কোন কোন উচ্চপদস্থ পাক সেনা হাজির ছিল জঙ্গিদের শেষকৃত্যে
পাক সেনা ও পুলিশ আধিকারিকদের নাম প্রকাশ করল ভারত সরকার (Operation Sindoor)। উল্লেখ করা হয়েছে তাদের পদও। সেই তালিকায় রয়েছে-
লেফটেন্যান্ট জেনারেল ফৈয়াজ হোসেন শাহ, লাহোরের চতুর্থ কোরের কমান্ডার।
লাহোরের ১১তম পদাতিক ডিভিশনের মেজর জেনারেল রাও ইমরান সরতাজ।
ব্রিগেডিয়ার মহম্মদ ফুরকান শাব্বির।
পাঞ্জাব পুলিশের ইনস্পেক্টর জেনারেল ডঃ উসমান আনোয়ার।
মালিক সোহাইব আহমেদ ভের্থ, পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য।
আগেই সাংবাদিক সম্মেলন করে বিষয়টি উত্থাপন করেন বিদেশ সচিব বিক্রম মিস্রি
পাকিস্তান দীর্ঘদিন ধরে মিথ্যা দাবি করে আসছে তারা কোনও ধরণের সন্ত্রাসবাদকে আশ্রয় দেয় না বা মদত দেয় না, তবে ভারতীয় সশস্ত্র বাহিনী ছবি অনুসারে, অনেক পাকিস্তানি সেনা আধিকারিকরা জঙ্গিদের শেষকৃত্যে অংশ নিতে দেখা গিয়েছে। এই বিষয়টি আগেই সাংবাদিক সম্মেলন করে উত্থাপন করেন বিদেশ সচিব বিক্রম মিস্রি। তিনি নিহত জঙ্গিদের কফিনের পিছনে প্রার্থনারত পাকিস্তানি সেনা ও পুলিশ সদস্যদের উর্দি পরিহিত একটি ছবি তুলে ধরে প্রশ্ন তোলেন যে, এই ছবিটি (Operation Sindoor) কী বার্তা দেয়।
Leave a Reply