Operation Sindoor: ৭ মে-র ‘অপারেশন সিঁদুরে’ খতম ৫ মোস্ট ওয়ান্টেড পাক-সন্ত্রাসী, জেনে নিন পরিচয়

Operation Sindoor know about 5 top Pakistani Terrorists killed in May 7 air strikes by India

মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে গত ২২ এপ্রিল পর্যটকদের উপর নৃশংস হামলা চালায় জঙ্গিরা (Pakistani Terrorist)। ধর্ম দেখে বেছে বেছে হত্য়া করা হয় হিন্দু পর্যটকদের। মৃত্যু হয় ২৬ জনের। এর মধ্যে একজন কাশ্মীরি যুবকও ছিলেন। এরপরেই হুঙ্কার ছাড়ে ভারত সরকার। গত ৭ মে ভারত ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) প্রয়োগ করে। এয়ার স্ট্রাইকে পাকিস্তান ও অধিকৃত কাশ্মীরের ৯ জঙ্গি ঘাঁটিকে গুঁড়িয়ে দেয়। ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয় ২৪টি জায়গায়। এই অভিযানেই খতম হয় পাকিস্তানের পাঁচজন শীর্ষস্থানীয় জঙ্গি-নেতা।

খতম ৫ কুখ্যাত জঙ্গির পরিচয়

১) মুদাসি্সর খাদিয়ান খাস ওরফে মুদাসি্সর ওরফে আবু জুন্দাল

লস্কর-ই-তৈবার সক্রিয় সদস্য তথা এই কুখ্যাত জঙ্গি নিহত হয় অপারেশন সিঁদুরে। লস্কর ঘাঁটি মুরিদকে গুঁড়িয়ে দেয় (Operation Sindoor) ভারতের সেনা। জানা গিয়েছে সেই লস্করের ঘাঁটি মারকজ তৈবার ইন-চার্জ ছিল এই মুদাসি্সর। এরই শেষকৃত্যে দেখা গিয়েছিল কুখ্যাত জঙ্গি হাফিজ আবদুল রউফ, যেখানে উপস্থিত ছিলেন পাক সেনা ও পুলিশের শীর্ষ কর্তারা।

২) হাফিজ মহম্মদ জামিল

এই কুখ্যাত জঙ্গি জইশ-ই-মহম্মদের সদস্য। এর আরও এক পরিচয় রয়েছে। মৌলানা মাসুদ আজহারের দাদা (Pakistani Terrorist)। বাহাওয়ালপুরে জইশ-ই-মহম্মদের যে সদর দফতর ভারত গুঁড়িয়ে দেয় সেই মারকজ শুভান আল্লার ইন-চার্জ ছিল এই হাফিজ। মগজ ধোলাই করে জঙ্গি সংগঠনে আনা এবং জইশ-ই-মহম্মদের আর্থিক ফান্ড জোগাড় করা তার কাজ ছিল।

৩) মহম্মদ ইউসুফ আজহার ওরফে উস্তাদ জি ওরফে মহম্মদ সেলিম ওরফে ঘোসি সাহাব

জইশ-ই-মহম্মদের অন্যতম কুখ্যাত জঙ্গি নেতা ছিল মহম্মদ ইউসুফ আজহার। জানা যায়, এই কুখ্যাত জঙ্গিও মৌলানা মাসুদ আজহারের নিকটাত্মীয়। জইশের হয়ে জঙ্গি প্রশিক্ষণ দিত সে। জম্মু ও কাশ্মীরের একাধিক জঙ্গি হামলার যুক্ত ছিল (Operation Sindoor) এই কুখ্যাত জঙ্গি। ১৯৯৯ সালে আইসি-৮১৪, কান্দাহার বিমান অপহরণে মোস্ট ওয়ান্টেড ছিল মহম্মদ ইউসুফ আজহার।

৪) মহম্মদ হাসান খান

এই কুখ্যাত জঙ্গি ছিল জইশ-ই-মহম্মদের সদস্য। জানা গিয়েছে, এই হাসান খান জইশ-ই-মহম্মদের অপারেশনাল কমান্ডার (পাক অধিকৃত কাশ্মীরের) মুফতি আসগর খান কাশ্মীরির ছেলে। জম্মু ও কাশ্মীরের বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে নিযুক্ত ছিল সে। খতম হল অপারেশন সিঁদুরে (Operation Sindoor)।

৫) খালিদ ওরফে আবু আকাশা

এই জঙ্গি নেতা লস্কর-ই-তৈবার সদস্য ছিল। জম্মু ও কাশ্মীরের একাধিক সন্ত্রাসী হামলায় নেপথ্যে (Operation Sindoor) এই খালিদ রয়েছে বলে জানা যায়। আফগানিস্তান থেকে অস্ত্র পাচারেও তার নাম জড়িয়েছে।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share