মাধ্যম নিউজ ডেস্ক: চব্বিশ ঘণ্টারও কম সময়ের মধ্যে ফের বিস্ফোরণ পাকিস্তানে (Pakistan Blast)। শনিবারের বিস্ফোরণে হত হয়েছেন এক প্রবীণ ধর্মগুরু (Cleric Killed)। জখম হয়েছেন তিনজন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি মাদ্রাসা-কাম-মসজিদে ঘটে বিস্ফোরণের। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণে মৃত্যু হয়েছে নিষিদ্ধ ঘোষিত লস্কর-ই-ইসলামের প্রতিষ্ঠাতা মুফতি মুনির শাকিরের। লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) মুখপাত্র মোহাম্মদ আসিম এক ভিডিও বার্তায় বলেন, “মুফতি শাকিরকে সংকটজনক অবস্থায় এলআরএইচ-এ আনা হয়েছিল। আঘাতের কারণে মৃত্যু হয়েছে তাঁর।”
ধর্মীয় মাদ্রাসায় বিস্ফোরণ (Pakistan Blast)
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণটি পেশোয়ার জেলার উরমুর বালা গ্রামের একটি ধর্মীয় মাদ্রাসায় ঘটে। পুলিশের এক মুখপাত্র বলেন, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুলিশ, বম্ব নিষ্ক্রিয়করণ ইউনিট এবং সন্ত্রাসবিরোধী বিভাগের সদস্যরা। ঘটনাস্থলের নমুনাও সংগ্রহ করা হয়েছে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গন্ডাপুর বিস্ফোরণের নিন্দা করে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন পুলিশের কাছে। দোষীদের গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি (Pakistan Blast)। এদিকে, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ইহতেশাম আলি মুফতি মুনির শাকিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
মুফতি মুনির শাকিরের মৃত্যু
তিনি বলেন, “মুফতি মুনির শাকিরের শহিদ হওয়ার খবর শুনে গভীরভাবে মর্মাহত। মুফতি মুনির শাকির তাঁর আঘাতের কারণে মৃত্যুবরণ করেছেন।” তিনি শহিদ হয়েছেন। প্রসঙ্গত, ২০০৮ সালে নিষিদ্ধ করা হয় লস্কর-ই-ইসলাম। এটি খাইবারের উপজাতীয় অঞ্চলের বারা-ভিত্তিক একটি জঙ্গি সংগঠন। এর নেতৃত্বে ছিল মঙ্গল বাঘ। ২০০৪ সালের ডিসেম্বর মাসে লস্কর-ই-ইসলাম গঠন করেন বারার এক স্থানীয় আলেম মুফতি শাকির। মাত্র ছ’মাস পর, তাঁর চরমপন্থী মতাদর্শ ও স্থানীয় কমান্ডার হাজি নামদারের সঙ্গে মতবিরোধের জেরে তাঁকে বার ক্বামবারখেল এলাকা থেকে বহিষ্কার করা হয়।
২০০৫ সালের শুরুর দিকে মুফতি শাকির ও পীর সাইফুর রহমানের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর স্থানীয় (Cleric Killed) প্রবীণদের একটি উপজাতীয় পরিষদের সর্বসম্মত রায়ে দুজনকেই বারা থেকে চলে যেতে বাধ্য করা হয় (Pakistan Blast)।
Leave a Reply