Pakistan Floods: ‘বন্যার জল আল্লার আশীর্বাদ, বাড়িতে সংরক্ষণ করুন’! আজব তত্ত্ব পাক প্রতিরক্ষামন্ত্রীর

pakistan floods defence minister khawaja asif said floodwaters are blessing for people

মাধ্যম নিউজ ডেস্ক: জুন থেকে লাগাতার বৃষ্টি ও দফায়-দফায় বন্যার জেরে বিধ্বস্ত পাকিস্তান (Pakistan Floods)। বিশেষত জলের তলায় পাক-পাঞ্জাব প্রদেশ। রাস্তায় জল থইথই করছে। অন্তত এক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। বন্যা কবলিত হয়ে কার্যত ঘরছাড়া অন্তত ২০ লক্ষ নাগরিক। আবহাওয়া দফতরও পরিবেশ বদলের সঠিক পূর্বাভাস দিতে পারছে না। তবে, ভয়াবহ এই বন্যা পরিস্থিতিকে ‘আল্লার আর্শীর্বাদ’ বলে মন্তব্য করলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ (Khawaja Asif)। তাঁর মতে, বন্যার জল ধরে বাড়িতে সংরক্ষণ করে রাখা উচিত।

বন্যার জল সংরক্ষণ, উপহাস পাকমন্ত্রীর

স্থানীয় এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় আসিফের কাছে পাকিস্তানের বন্যা (Pakistan Floods) পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হয়। সেই প্রশ্নের ব্যাখ্যা দিতে গিয়েই বন্যার জলকে ‘আশীর্বাদ’ বলে বর্ণনা করেন আসিফ (Khawaja Asif)। তিনি বলেন, ‘‘আমি তো বলব দেশবাসীর উচিত এই বন্যাকে আল্লার মেহেরবানি হিসেবে ধরে নেওয়া। গোটা বিশ্ব যখন জলের জন্য হাহাকার করছে, তখন পাকিস্তানের এই বন্যা তো শুভ ব্যাপার। কোনও ভাবেই একে বিপর্যয় বলা যায় না। আল্লার কৃপা না-থাকলে এটা হয় না।’’ শুধু তা-ই নয়, বন্যার জল নিয়ে কী করা যায়, তারও সমাধানের খোঁজ দিয়েছেন তিনি। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর কথায়, ‘‘এই জলকে ধরে রাখা উচিত।’’ বন্যার কারণে বেহাল দশার প্রতিবাদে অনেকেই রাস্তায় নেমেছেন। প্রতিবাদ চলছে পাকিস্তানের দিকে দিকে। সেই সব প্রতিবাদীদের উদ্দেশে আসিফ বলেন, ‘‘যাঁরা রাস্তা আটকে বসে আছেন, তাঁদের উচিত জমা জল বাড়িতে নিয়ে যাওয়া এবং তার পরে সেটা কোনও জায়গায় মজুত করে রাখা।’’ পাক প্রতিরক্ষামন্ত্রীর মতে, বন্যার জল সংরক্ষণ করে সেটাকে পরে কাজে লাগানোর জন্য পরিকল্পনা করা উচিত।

কটাক্ষের মুখে পাক সরকার

বন্যার (Pakistan Floods) দায় জনগণের ঘাড়ে চাপিয়ে মন্ত্রীর আরও দাবি, ‘ওরাই নদী তীরবর্তী জায়গা জবরদখল করে বসতি গড়েছে। নদী বাধ্য হচ্ছে গতিপথ বদলাচ্ছে। এই পরিস্থিতিতে বন্যা তো হবেই!’ স্বাভাবিক ভাবেই মন্ত্রীর মন্তব্য ও আজব সাজেশনে জোর বিতর্ক তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ফের তীব্র কটাক্ষের মুখে পাকিস্তান সরকার। পরিকাঠামোগত খামতির কথা স্বীকার করে নিয়েই অবশ্য পাক মন্ত্রী বলেন, ‘অতিরক্ত জল সঞ্চয় করার জন্য আমাদের বড় বাঁধের প্রয়োজন। কিন্তু সেটা এখনই করা সম্ভব নয়। সেই কারণেই জনগণকে জল জমিয়ে রাখার কথা বলছি।’ যে হেতু সরকারের কাছে বন্যা রোখার কোনও প্রযুক্তি নেই, তাই সরকারের বিরুদ্ধে বিক্ষোভও অমূলক বলে মন্তব্য করেন তিনি।

বন্যায় বিপর্যস্ত পাকিস্তান

বন্যার (Pakistan Floods) জেরে শয়ে শয়ে মানুষের মৃত্যুর মাঝে পাক মন্ত্রীর এহেন মন্তব্য সামনে আসায় জনগণের ক্ষোভের আগুনে ঘি পড়েছে। সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র করছেন সাধারণ মানুষ। এদিকে খোদ পাক সরকারের রিপোর্ট বলছে, গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে পাকিস্তান। অজস্র গ্রাম চলে গিয়েছে জলের নিচে। হাজার হাজার একর জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে। দুর্যোগের জেরে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে খাইবার পাখতুনখোয়ায়। শুধুমাত্র এই প্রদেশে হড়পা বান ও অন্যান্য দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪০৬ জনের। টানা বর্ষণের জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পাকিস্তানের বিস্তীর্ণ এলাকায়। সবচেয়ে খারাপ অবস্থা পাঞ্জাব প্রদেশের। শুধু তা-ই নয়, প্রভাব পড়েছে লাহোরেও।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share