মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় তরুণ দাবাড়ুদের বিরুদ্ধে কার্লসেনের খারাপ ফর্ম যেন কাটছে না কিছুতেই। নরওয়ে ওপেনে দোম্মারাজু গুকেশের (D. Gukesh) পর এবার ভারতের ১৯ বছর বয়সি গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দের কাছে লজ্জার হার কার্লসেনের (Magnus Carlsen)। লাস ভেগাসে আয়োজিত ফ্রিস্টাইল চেস গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের ম্যাচে মাত্র ৩৯ চালেই কার্লসেনকে হারিয়ে দিলেন প্রজ্ঞানন্দ। এই হারের ফলে কার্লসেন ছিটকে গেলেন খেতাবি দৌড় থেকে। তাও এমন টুর্নামেন্ট, যার সহ-প্রবর্তক কার্লসেন নিজে। র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দাবাড়ুকে তাঁর নিজের ডেরায় হারিয়ে প্রজ্ঞানন্দ জানালেন, ফ্রিস্টাইল তিনি বেশ উপভোগ করেন… ক্লাসিক্যালের চেয়েও বেশি!
ফ্রিস্টাইল উপভোগ করছেন
টুর্নামেন্টের গ্রুপ পর্বের চতুর্থ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিলেন প্রজ্ঞানন্দ ও কার্লসেন। সাদা ঘুঁটি নিয়ে খেলছিলেন প্রজ্ঞানন্দ। শুরু থেকেই ম্যাচে দাপট দেখান তিনি। তাঁর দেওয়া চালগুলির মধ্যে ৯৩.৯ শতাংশই ছিল সঠিক। অন্য দিকে ৮৪.৯ শতাংশ চাল ঠিক দেন কার্লসেন, যা তাঁর কাছে অনেকটাই কম। ম্যাচে প্রজ্ঞানন্দকে কখনওই চাপে ফেলতে পারেননি কার্লসেন। খুব সহজে এবং আত্মবিশ্বাসের সঙ্গে কার্লসেনকে হারিয়ে দেন ভারতের ১৯ বছর বয়সি এই দাবাড়ু। ম্যাচ শেষে প্রজ্ঞানন্দ বলেন, ‘এই মুহূর্তে ক্লাসিকালের চেয়ে ফ্রিস্টাইল খেলতে বেশি ভাল লাগছে। এখানে অনেক নতুন ভাবনার সুযোগ থাকে। বোর্ডে আরও বেশি ইম্প্রোভাইজ করতে হয়!’
নজির গড়লেন প্রজ্ঞানন্দ
এই জয়ের ফলে সব ফর্ম্যাটেই বিশ্বের এক নম্বর দাবাড়ুর বিরুদ্ধে জয়ের নজির গড়লেন প্রজ্ঞানন্দ। এর আগে ক্লাসিক্যাল, র্যাপিড, ও ব্লিৎজ ফর্ম্যাটে কার্লসেনকে হারিয়েছিলেন তিনি। কার্লসেনকে হারিয়ে গ্রুপ হোয়াইটের শীর্ষে পৌঁছলেন প্রজ্ঞানন্দ। ৪.৫ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের গন্ডি পেরিয়ে চ্যাম্পিয়নশিপ স্তরে কোয়ালিফাই করলেন তিনি। চেস৯৬০ বা ফ্রিস্টাইল দাবার এই টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ— প্রতি ম্যাচেই ঘুঁটির প্রারম্ভিক অবস্থান বদলে যায়। অর্থাৎ, অভ্যস্ত ওপেনিং মুখস্থ করে নয়, তাৎক্ষণিক বিশ্লেষণ ও গভীর কৌশলের উপর নির্ভর করেই চাল দেওয়া জরুরি। যেখানে কার্লসেনকে দাঁড়াতে দেননি প্রজ্ঞানন্দ।
Leave a Reply