Rashtra Sevika Samiti: সঙ্ঘের সেবিকা সমিতির ‘শাখা সঙ্গম’ অনুষ্ঠান, উপস্থিত হাজারেরও বেশি মহিলা

Untitled_design(981)

মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) শাখা সংগঠন রাষ্ট্রীয় সেবিকা সমিতির (Rashtra Sevika Samiti) দিল্লি শাখা আয়োজন করেছিল ‘শাখা সঙ্গম’ কর্মসূচি। হাজারের ওপর মহিলা-কিশোরী-তরুণীরা অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে। সূর্য নমস্কার থেকে নানা রকম যোগব্যায়াম-প্রাণায়ম এবং গ্রুপ করে শরীর চর্চা অনুশীলন করেন মহিলারা। প্রত্যেকেই সেবিকার সমিতির ইউনিফর্ম, সঙ্ঘের (RSS) ভাষায় যাকে বলা হয় গণবেশ, তা পরেছিলেন। দিল্লি প্রদেশের দেড়শোরও বেশি বিশিষ্ট মহিলা এই কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং রাষ্ট্রীয় সেবিকা সমিতির সদস্যদের উৎসাহিত করেন। রাষ্ট্রীয় সেবিকা সমিতির (Rashtra Sevika Samiti) এই শাখায় বিভিন্ন খেলা, প্রতিভা বিকাশের ইভেন্টও আয়োজিত হয়েছিল। দেশগঠন তথা সমাজগঠনের বক্তব্যও রাখেন হাজির থাকা অতিথিরা। প্রসঙ্গত, দিল্লি (Delhi) প্রদেশে ত্রিশটি শাখা রয়েছে সেবিকা সমিতির। প্রত্যেকটি শাখা থেকেই অংশগ্রহণ করেছিলেন সদস্যরা। সদস্যদের হাতে ছিল গেরুয়া পতাকা।

২০২৬ সালে ৯০ বছরে পা দিচ্ছে সেবিকা সমিতি (Rashtra Sevika Samiti)

প্রসঙ্গত, চলতি বছরে মহারানি অহলাবাই হোলকারের তিনশতবর্ষ জন্মবার্ষিকী চলছে। এদিনের অনুষ্ঠানে তাঁকেও স্মরণ করা হয়, তাঁর ব্যক্তিত্ব এবং কর্মকাণ্ডকে স্মরণ করে তাঁকে কর্মযোগিনী, রাজযোগিনী প্রভৃতি নানা উপাধিও দেন সেবিকা সমিতির (Rashtra Sevika Samiti) সদস্যরা। সেবিকা সমিতির এই অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির ছিলেন রীভা সুদ, যিনি অ্যাগ্রিভান ন্যাচারালের ম্যানেজিং ডিরেক্টর। এছাড়া তিনি একজন সমাজকর্মীও বটেন। নিজের বক্তব্যে তিনি উৎসাহিত করেন সেবিকা সমিতির সদস্যদের। প্রসঙ্গত, রাষ্ট্রীয় সেবিকা সমিতি (Rashtra Sevika Samiti) ২০২৬ সালেই পা দিচ্ছে নব্বই বছরে। সংগঠনের ৯০ বছর উপলক্ষে দিল্লি প্রান্ত লক্ষ্য নিয়েছে, তারা ৯০০ মহিলাকে প্রশিক্ষণ দেবে। এর পাশাপাশি ৯০ জনকে বিশেষভাবে শেখানো হবে সঙ্গীত ও বাদ্যযন্ত্র।

কী বলছেন সেবিকা সমিতির সর্বভারতীয় সঞ্চালিকা

প্রসঙ্গত, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) অখিল ভারতীয় প্রমুখ সঞ্চালিকা শান্তাকুমারী এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘দেশ গঠনে এবং মহিলা ক্ষমতায়নের লক্ষ্যমাত্রা রেখেই সেবিকা সমিতির (Rashtra Sevika Samiti) বিভিন্ন কর্মসূচির সাজানো হচ্ছে।’’ একইসঙ্গে, কিশোরী ও তরুণীদের মধ্যে যাতে জাতীয়তাবোধ জাগ্রত হয় এবং তাঁরা যেন নিজেদের উল্লেখযোগ্য ভূমিকা সমাজের সামনে তুলে ধরতে পারেন- এই দিকগুলি ভাবনাচিন্তা করে কর্মসূচি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শান্তাকুমারী।
 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share