Ayush University: উত্তরপ্রদেশে চালু হচ্ছে আয়ুষ বিশ্ববিদ্যালয়, কী কী পড়ানো হবে এখানে জানেন?

ayush_uni_f

মাধ্যম নিউজ ডেস্ক: ট্র্যাডিশনাল মেডিসিনে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করতে চলেছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। দেশের প্রথম আয়ুষ বিশ্ববিদ্যালয় (Ayush University), মহাযোগী গুরু গোরক্ষনাথ আয়ুষ বিশ্ববিদ্যালয় চলতি বছরের শেষের দিকে যাত্রা শুরু করতে পারে বলে আশা করা হচ্ছে। এই প্রতিষ্ঠানটি রাজ্যের স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে। আয়ুর্বেদ, যোগ, ইউনানি, সিদ্ধা এবং হোমিওপ্যাথি (আয়ুষ) সম্পর্কিত বিভিন্ন কোর্স পড়ানো হবে এখানে।

মুখপাত্রের বক্তব্য (Ayush University)

এই বিশ্ববিদ্যালয় চালুর কথা ঘোষণা করতে গিয়ে, সরকারি এক মুখপাত্র জানান, এই প্রকল্পটি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অন্যতম প্রধান স্বপ্ন। ২০২১ সালের ২৮ আগস্ট ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। গোরখপুর জেলার পিপরি, ভাথাত এলাকায় ৫২ একর বিস্তৃত ক্যাম্পাসে অবস্থিত এই প্রতিষ্ঠানটি রাজ্যের ঐতিহ্যবাহী চিকিৎসা খাতকে শক্তিশালী করার উদ্দেশ্যে নির্মিত হয়েছে। এটি আয়ুষ (AYUSH) শাখায় শিক্ষা, গবেষণা এবং স্বাস্থ্যসেবা পরিষেবার ক্ষেত্রে একটি মজবুত পরিকাঠামো হিসেবে গড়ে উঠবে (Ayush University)।

আয়ুষ বিশ্ববিদ্যালয়

আয়ুষ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা উত্তরপ্রদেশ সরকারের ভারতের প্রাচীন ঐতিহ্যের অংশ যে স্বাস্থ্য ব্যবস্থা, তাকে উৎসাহিত করার অঙ্গীকার প্রতিফলিত করে। যোগী আদিত্যনাথ স্বয়ং ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতির প্রবক্তা। তিনি একজন প্রশিক্ষিত যোগ অভ্যাসকারী। তিনিই এই স্বপ্নের প্রকল্প বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন। কাজ শুরু হওয়ার পর এই বিশ্ববিদ্যালয় আয়ুষ চিকিৎসা পদ্ধতিগুলোকে মূলধারায় নিয়ে আসবে এবং এর ব্যাপ্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি আধুনিক স্বাস্থ্যসেবার সঙ্গে এই শাখাগুলোর সমন্বয়ে সরকারের বৃহত্তর দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এই বিশ্ববিদ্যালয় আয়ুষের অধীন বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তৃত ঐতিহ্যবাহী কোর্স প্রদান করবে, এর মধ্যে রয়েছে আয়ুর্বেদ, যা পরিচিত প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি, যোগ, যা একটি সামগ্রিক থেরাপি, ইউনানি, যা প্রাচীন গ্রিক নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে, সিদ্ধা, যা প্রাচীন তামিল ঐতিহ্যের সাথে সম্পর্কিত এবং হোমিওপ্যাথি, যা একটি জনপ্রিয় বিকল্প চিকিৎসা পদ্ধতি।

আরও পড়ুন: নেতানিয়াহুর বাড়িতে ফের হামলা, বোমা ফাটলেও নিরাপদে ইজরায়েলের প্রধানমন্ত্রী

প্রকল্পের এক মুখপাত্রের মতে, আয়ুষ বিভাগের কর্মকর্তারা ভারতের অন্যান্য রাজ্যে দেওয়া আয়ুষ প্রোগ্রামগুলির একটি নিয়ে বিস্তৃত গবেষণা করছেন। এই তুলনামূলক গবেষণার লক্ষ্যই হল বর্তমান আয়ুষ প্রতিষ্ঠানগুলির সেরা পদ্ধতি এবং কোর্স কাঠামো নির্ধারণ করা। এর মাধ্যমে গোরক্ষপুরে নবনির্মিত বিশ্ববিদ্যালয়কে (Uttar Pradesh) এই ক্ষেত্রে উৎকর্ষতার কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করা যাবে (Ayush University)।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share