মাধ্যম নিউজ ডেস্ক: জগদীপ ধনখড়ের আচমকা ইস্তফার পর দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি হতে চলেছেন এনডিএ (NDA) প্রার্থী সিপি রাধাকৃষ্ণনই (CP Radhakrishnan। অঙ্কের হিসেব অন্তত তেমনটাই বলছে। অসম্ভব কিছু না হলে এনডিএ প্রার্থীর জয় এখন খালি সময়ের অপেক্ষা৷ তবে শুধু জয় নয়, উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ের মার্জিন যতটা সম্ভব বাড়িয়ে নিয়ে বিরোধীদের বার্তা দিতে চায় বিজেপি৷ অন্যদিকে, ঐক্য ধরে রাখার লড়াই বিরোধী জোটের কাছে। ইন্ডি (INDIA) জোটের প্রার্থী বিচারপতি বি সুদর্শন রেড্ডি (Justice B Sudershan Reddy) মঙ্গলবার সকাল পর্যন্ত সেই চেষ্টাই করে যাচ্ছেন। বিহার-সহ (2025 Bihar Legislative Assembly election) বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এই ঐক্য গুরুত্বপূর্ণ বিরোধীদের।
ভোটগ্রহণ শুরু হওয়ার অপেক্ষা
মঙ্গলবার সকাল ১০টায় সংসদে উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। প্রথম ভোট দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) এরপরেই তিনি বন্যাবিধ্বস্ত পাঞ্জাব (Punjab) ও হিমাচল প্রদেশের (Himachal Pradesh) পরিস্থিতি খতিয়ে দেখতে যাবেন। বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। সন্ধে ৬টায় শুরু হবে ভোটগণনা। মঙ্গলবার রাতের মধ্যেই জানা যাবে কে ভারতের ১৪-তম উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান হতে চলেছেন।
কী বলছে অঙ্কের হিসেব?
উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন লোকসভা (Lok Sabha) ও রাজ্যসভার (Rajya Sabha) সাংসদরা। লোকসভার সাংসদ সংখ্যা ৫৪২ এবং রাজ্যসভার সাংসদ সংখ্যা ২৩৮। ফলে মোট ৭৮১ জন সাংসদের ভোট দেওয়ার কথা। তবে ভারত রাষ্ট্র সমিতি (Bharat Rashtra Samithi) ও বিজু জনতা দলের (Biju Janata Dal) সাংসদরা ভোট দেবেন না। শিরোমণি আকালি দলও ভোটে অংশ নিচ্ছে না। ফলে মোট ৭৬৭ জন সাংসদের ভোট দেওয়ার কথা। সেক্ষেত্রে ৩৮৬ জনের ভোট পেলেই জয় পাবেন সংশ্লিষ্ট প্রার্থী। লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে এনডিএ-র হাতে ৪০০-র বেশি সাংসদ রয়েছেন৷ এর বাইরে জগনের দলের ১১ জন সাংসদ এনডিএ প্রার্থীর সমর্থনে ভোট দেবেন৷ হিসেব অনুযায়ী ভোটদান হলে, এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণন ৪৩৬টি ভোট পেতে পারেন৷ যেখানে ম্যাজিক ফিগার ৩৮৬৷ এনডিএ প্রার্থী এর চেয়ে বেশি ভোট পেলেই ইন্ডি শিবিরে চিন্তা তৈরি হতে পারে।
১৭তম উপ রাষ্ট্রপতি নির্বাচন
সংখ্যাগরিষ্ঠতা আছে। তবে উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিংয়ের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সংসদ ভবনে ভারতের ১৭তম উপ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। গত ২১ জুলাই স্বাস্থ্যজনিত কারণে হঠাৎ পদত্যাগ করেছিলেন জগদীপ ধনখড়। তার পরই এই নির্বাচন। সংসদ ভবনের রুম নম্বর এফ-১০১, বসুধায় ভোটিং হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকাল ১০টাতেই ভোট দেবেন বলে জানা গিয়েছে। ভোট শুরু হওয়ার আগে সকাল সাড়ে ৯টায় ব্রেকফাস্ট মিটিংয়ে ডাকা হয়েছে এনডিএ সাংসদদের।
প্রার্থী পরিচিতি
সিপি রাধাকৃষ্ণন: এনডিএ প্রার্থী হলেন বর্তমানে মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। গৌন্ডার-কোঙ্গু ভেল্লালার সম্প্রদায়ের ওবিসি প্রার্থী। ৬৮ বছর বয়সি বিজেপি নেতা রাধাকৃষ্ণনের শিকড় রয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সঙ্গে। মিষ্টভাষী, অবিতর্কিত মানুষ রাধাকৃষ্ণনকে তামিল রাজনীতিতে অজাতশত্রু হিসেবে ডাকা হয়। এই রাজ্য থেকে বিজেপির হয়ে তিনিই প্রথম ব্যক্তি যিনি দুবার লোকসভায় নির্বাচিত হয়েছিলেন।
বি সুদর্শন রেড্ডি: সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডির বয়স ৭৯ বছর। ২০১১ সালের জুলাইয়ে তিনি অবসরগ্রহণ করেন। কালো টাকা নিয়ে সরকারি তদন্তের গাছাড়া মনোভাব প্রসঙ্গে তৎকালীন সরকারকে তুলোধনা করেছিলেন। এমনকী ছত্তীসগড়ে নকশাল দমনে সরকারের সালওয়া জুড়ুমকে তিনি অসাংবিধানিক বলে ঘোষণা করেছিলেন।
ক্রস ভোটিংয়ের সম্ভাবনা
ভোট হবে একক ক্রম আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে। সাংসদরা সাদা ব্যালট পেপারে নির্দিষ্ট কালি দিয়ে প্রার্থীর নামের সামনে ক্রম (১, ২, ৩) লিখবেন। অর্থাৎ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পছন্দ। এভাবে সবার প্রথম পছন্দ কে, সেটা গণনা করা হবে। কোনও প্রার্থী ৫০ শতাংশের বেশি ফার্স্ট ভোট পেলে সঙ্গে সঙ্গে নির্বাচিত হয়ে যাবেন। অন্যথায় যিনি সর্বনিম্ন ভোট পেয়েছেন, তাঁকে বাদ দেওয়া হবে এবং সেক্ষেত্রে সেকেন্ড চয়েসের সঙ্গে ফার্স্ট চয়েসের ভোটের হার তুলনা করে দেখা হবে। রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতি নির্বাচনে কোনও দলীয় প্রতীক থাকে না। তাই হুইপ জারি হয় না। সাংসদরা স্বাধীনভাবে ভোট দিতে পারেন। এই কারণে ক্রস ভোটিংয়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাজনৈতিক মহল মনে করছে, এই ভোট কেবল নতুন উপ-রাষ্ট্রপতি নির্বাচনের নয়, ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণেরও ইঙ্গিত বহন করতে পারে।
Leave a Reply