Delhi Elections 2025: ফেল তোষণের রাজনীতিও, দিল্লিতে মুসলমান মহল্লায়ও ফুটল পদ্ম

Delhi Elections 2025 bjp wins muslim dominated seat

মাধ্যম নিউজ ডেস্ক: তুষ্টিকরণের রাজনীতিও কাজে দিল না! দিল্লি বিধানসভা নির্বাচনে একটি আসনও জিততে পারল না কংগ্রেস। টানা দশ বছর ক্ষমতায় থাকার পর যখন দিল্লির মসনদে আপ ক্ষমতায় এল, তখন অরবিন্দ কেজরিওয়ালের ওপর ভরসা করেছিলেন মুসলমানরা। এবার সেই মুসলমানরাই হাত উপুড় করে ভোট দিলেন পদ্ম চিহ্নে (BJP)। যার জেরে মুসলিম অধ্যুষিত একটি আসনে বিপুল ভোটে জিতলেন পদ্ম-প্রার্থী (Delhi Elections 2025)।

নির্ণায়ক শক্তি মুসলমানরাই (Delhi Elections 2025)

৭০ আসনের দিল্লি বিধানসভায় সাতটি আসনে নির্ণায়ক শক্তি মুসলমানরাই। এক সময় এই আসনগুলিতেই জয়ী হত কংগ্রেস। পরে কেন্দ্রগুলির রাশ যায় আপের হাতে। এবার একটি আসনে বিজেপি জিতেছে। বাকি ছটি আসনে জিততে না পারলেও, দ্বিতীয় স্থানে রয়েছে গেরুয়া পার্টি। যার অর্থ, কংগ্রেস নয়, বিজেপির ওপর ভরসা করছেন মুসলমানদের একটা বড় অংশও। ২০১১ সালের জনগণনা অনুযায়ী, দিল্লির মুসলিম জনসংখ্যা ১২ শতাংশের বেশি। চাঁদনি চকে মুসলিম জনসংখ্যা ২৯.৭ শতাংশ, মুস্তফাবাদে এই হার ৩৯.৫ শতাংশ, মাটিয়া মহলে মুসলিম জনসংখ্যা ৬০ শতাংশ, বল্লিমারানে এই হার ৪৯.৮ শতাংশ, বাবরপুরে ৪১.১ শতাংশ, সীলমপুরে ৫৭ শতাংশ এবং ওখলাতে ৫২.৫ শতাংশ।

ভালো ফল বিজেপির

গত বিধানসভা নির্বাচনে এই সাতটি কেন্দ্রেই বিপুল ভোটে জয়ী হয়েছিল আপ (Delhi Elections 2025)। এবার মুস্তফাবাদ বিধানসভা কেন্দ্রে ফুটেছে পদ্ম। এই আসনে গেরুয়া প্রার্থী মোহন সিং বিস্ত জয়ী হয়েছেন ১৭ হাজারেরও বেশি ভোটে। বাকি ছটি আসনে গতবারের তুলনায় এবার ভালো ফল করেছে পদ্ম-পার্টি। চাঁদনি চক, মাটিয়া মহল, বাবরপুর, ওখলা এবং বল্লমারানেগত কেন্দ্রে গত বারের চেয়ে এবার ঢের বেশি ভোট পেয়েছে পদ্ম শিবির। চাঁদনি চকে আপের ব্যবধান ৩০ হাজার থেকে কমে হয়েছে ১৬ হাজার, বাবরপুরেও কেজরির দলের জয়ের ব্যবধান কমে হয়েছে ১৯ হাজার।

রাজনীতির কারবারিদের একাংশের মতে, মুসলমান ভোটাররা মনে করছেন, ভরসা করার মতো কোনও কাজ কংগ্রেস করেনি। প্রচারে পাশে থাকার বার্তা দিলেও, কংগ্রেসের একাধিক নেতা আশ্রয় নিয়েছেন পদ্ম-আঁকা ছাতার তলায় (Delhi Elections 2025)। এসব কারণেই মুসলমানদেরও একটা অংশ বিজেপির ওপর ভরসা করতে শুরু করেছে। তার জেরেই মুসলিম অধ্যুষিত এলাকায়ও দাপিয়ে ব্যাটিং করেছে বিজেপি। অভিজ্ঞ মহলের মতে, মোদি সরকারের তিন তালাক প্রথা রদে খুশি হয়েছেন মুসলমান মহিলারা। তারই ছাপ পড়েছে ইভিএমে (BJP)। যার জেরে মুসলিম অধ্যুষিত কেন্দ্রেও ফুটেছে পদ্ম (Delhi Elections 2025)।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share