Science News: ১২ হাজার বছর আগে হয়েছিল বিলুপ্ত, ফের পৃথিবীতে ফিরে এল ডায়ারউলফ! কীভাবে সম্ভব হল?

Science News Dire wolves went extinct 12500 years ago now they are are back

মাধ্যম নিউজ ডেস্ক: মধ্যপ্রস্তর যুগ থেকে তুষার-যুগ পর্যন্ত তারা পৃথিবীর বুকে দাপিয়ে বেড়াত। অন্তত সাড়ে ১২ হাজার বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল এই প্রাগৈতিহাসিক ভয়ঙ্কর নেকড়ে। যা পরিচিত ছিল ডায়ারউলফ (Science News) নামে। কিন্তু, ফের তাকে ফিরিয়ে আনা হল পৃথিবীতে। তবে কোনও হলিউডের সিনেমার মাধ্যমে নয়। একেবারে বাস্তবে। গবেষণাগারে দীর্ঘদিনের প্রচেষ্টায় বিভিন্ন বৈজ্ঞানীক পরীক্ষা পদ্ধতির মাধ্যমে তাকে ফিরিয়ে আনলেন গবেষকরা। জানা গিয়েছে, বিজ্ঞানীরা ডায়ারউলফের জীবাশ্ম থেকে সংগৃহীত নমুনা দিয়ে তিনটি নেকড়ে ছানার প্রজনন করিয়েছেন, যাদের শরীরে ডায়ারউল্ফের ডিএনএ এবং বৈশিষ্ট্য প্রামান্য পরিমাণে রয়েছে। প্রসঙ্গত, এ সংক্রান্ত গবেষণাটি চালিয়েছিল কলোসাল বায়োসায়েন্সস নামের একটি সংস্থা। ওই সংস্থা তাদের গবেষণা বিষয়ে এ সংক্রান্ত একটি পোস্ট নিজেদের এক্স মাধ্যমেও করেছে।

এক্স মাধ্যমের পোস্টে কী জানাল গবেষক সংস্থা (Science News)

নিজেদের এক্স মাধ্যমের পোস্টে কলোসাল বায়োসায়েন্সেস লিখছে, ‘‘দশ হাজার বছর পরে আমরা আবার ডায়ারউলফকে (Dire Wolves) ফিরে পেয়েছি।’’ এরপরেই নিজেদের ওই পোস্টে ওই সংস্থা আরও লেখে, ‘‘আপনারা পরিচিত হন রোমুলাস এবং রেমাসের এর সঙ্গে। এদের শরীরেই রয়েছে ডায়ারউলফের (Science News) ডিএনএ।’’ প্রসঙ্গত, এই নেকড়ে ছানা দুটি জন্মগ্রহণ করে ২০২৪ সালের ১ অক্টোবর। খালেসি নামের তৃতীয় শাবকটির জন্ম হয় কয়েক সপ্তাহ পর।  সে কথাও নিজেদের এক্স মাধ্যমের পোস্টে লিখেছে ওই সংস্থা। বর্তমানে, উত্তর আমেরিকার একটি গোপন গবেষণাগার ও সংরক্ষিত বনে তারা বেড়ে উঠছে। তাদের পর সর্বক্ষণ নজর রাখছেন বিজ্ঞানীরা। তাদের খেতে দেওয়া হচ্ছে গরু, হরিণ ও ঘোড়ার মাংস। এরসঙ্গে চলছে শুকনো খাবার।

ডায়ারউলফগুলি একদা উত্তর আমেরিকাতে ঘোরাফেরা করত

জানা গিয়েছে, ডায়ারউলফগুলি (Science News) একদা উত্তর আমেরিকাতে ঘোরাফেরা করত। সেসময় তারা বাইসন ও ভল্লুক শিকার করতে বলে জানা যায়। কলোসাল বায়োসায়েন্সেস সংস্থার মতে, এই ডায়ারউলফগুলির ছিল অনেক চওড়া মাথা ও তীক্ষ্ণ দাঁত। উত্তর আমেরিকার অত্যন্ত ভয়ঙ্কর শিকারি হিসাবেই তারা পরিচিত ছিল। এই ডায়ারউলফগুলি ১২,৫০০ বছর আগেও পৃথিবীতে ছিল। কিন্তু তারপর থেকেই তারা বিলুপ্ত হয়ে যায়। কলোসাল বায়োসায়েন্সেস এই গবেষণার কাজ শুরু করে বিলুপ্ত হওয়া এই প্রাণীর জীবাশ্মের নমুনা সংগ্রহের মাধ্যমে। ওই সংস্থা, ওহায়ো ও আইডাহো শহর থেকে প্রাপ্ত দুটি ডায়ারউলফের জীবাশ্মের নমুনা থেকে ডিএনএ সংগ্রহ করে। কলোসাল জানিয়েছে, ১২ হাজার বছর আগের একটি দাঁতের জীবাশ্ম ও ৭৩ হাজার বছর আগের একটি কানের হাড়ের জীবাশ্ম থেকে এই ডিএনএ সংগ্রহ করা হয়। তারপরে ওই ডিএনএকে ব্যবহার করে একটি মাদী গ্রে উলফের (বর্তমান প্রজাতি) ডিম্বানুতে এই ডায়ারউলফের জিনের সংমিশ্রণ ঘটিয়ে কৃত্রিম প্রজননের মাধ্যমে তিন শাবকের জন্ম দেওয়ানো হয়।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share