Baewar Rape Case: “রাজস্থানের বিজয়নগরে ধর্ষণের ঘটনা সুপরিকল্পিত অপরাধ”, বলছেন আইনজীবী

Baewar rape case reveals shocking details organised crime says lawyer

মাধ্যম নিউজ ডেস্ক: “রাজস্থানের বেয়ারের বিজয়নগর এলাকার ধর্ষণের ঘটনা (Baewar Rape Case) একটি সুপরিকল্পিত অপরাধ।” অন্তত এমনই দাবি ওই মামলার এক আইনজীবীর। সম্প্রতি ওই এলাকার একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে (Organised Crime)। ঘটনাটি হল দশম শ্রেণীর অপ্রাপ্তবয়স্ক কয়েকজন হিন্দু মেয়েকে ফাঁসিয়ে কয়েকজন মুসলিম ছেলে ধর্ষণ করেছে। অশ্লীল ছবি দিয়ে তাকে ব্ল্যাকমেলও করা হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল, হিন্দু এই মেয়েদের ইসলাম ধর্মে দীক্ষিত হতে বাধ্য করা ও পরে বিয়ে করা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ৪ নাবালক-সহ গ্রেফতার করা হয়েছে ১৪ জন অভিযুক্তকে।

নির্যাতিতাদের পাশে দাঁড়িয়েছেন আইনজীবী (Baewar Rape Case)

নির্যাতিতাদের পাশে দাঁড়িয়েছেন আইনজীবী গোপাল নারায়ণ শর্মা। তিনি বলেন, “সমাজের সর্বস্তরের মানুষদের নিয়ে একটি সমাবেশ হয়। এই সমাবেশে হিন্দু সম্প্রদায়ের ১,০০০ থেকে ১,৫০০ মানুষ অংশ নেন। সেখানে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও তাদের পক্ষে ন্যায়বিচার আদায়ের জন্য সর্ব সমাজ সংগ্রাম সমিতি নামে একটি কমিটি গঠন করা হয়। আমিও এই কমিটির সদস্য হই। বর্তমানে এই মেয়েদের আইনি সহায়তা দেওয়া, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মামলাগুলির তদন্তে সহায়তায় এই কমিটি সক্রিয়ভাবে কাজ করছে।” ওই আইনজীবী বলেন, “অভিযুক্তরা (মুসলিম) সব মেয়েকে এক সঙ্গে ফাঁদে ফেলেনি। প্রথমে তাদের এক একজন এক একটি মেয়েকে স্কুলে যাওয়ার পথে বাইকে চড়ে পিছু নিত। এই সময় কাগজের চিরকুট ফেলতে ফেলতে যেত। বন্ধুত্বের জন্য বারবার তাদের আবেদন নিবেদন করত। কিশোরীরা একবার তাদের জালে আটকা পড়লে, তাদের ক্যাফেতে নিয়ে গিয়ে খাবার খাওয়ানো হত। তাতে মেশানো হত মাদক। তোলা হত ছবি। সেই সব ছবি দেখিয়ে অন্য মেয়েদেরও ফাঁদে ফেলা হত। এভাবেই এই চক্র চলানো হত।”

মহিলাদের আকর্ষণ করতে দাঁড়কাকের ময়ূর সাজা!

এই মামলার সঙ্গে সম্পর্কিত (Baewar Rape Case) পাঁচ কিশোরী এগিয়ে এসেছে। আরও অনেক মেয়েই রয়েছে যারা মান-সম্মান খোয়ানোর ভয়ে কথা বলতে চাইছে না। তাদের (Organised Crime) পরিবারও ভীত-সন্ত্রস্ত্র। অপরাধীরা প্রত্যেকেই শ্রমিক শ্রেণির। আর মেয়েরা সম্ভ্রান্ত পরিবারের সদস্য, পড়াশোনায়ও বেশ ভালো। শর্মা বলেন, “অভিযুক্তরা সাধারণ পারিবারিক পটভূমি থেকে উঠে আসা সত্ত্বেও, তারা বিলাসবহুল জীবনযাপন করে — দামি পোশাক, হাই-এন্ড জুতো, ডিজাইনার সানগ্লাস ও বিলাসবহুল গাড়ি ব্যবহার করে। মেয়েদের আকর্ষণ করতে তারা এগুলো করে। একটি নির্দিষ্ট সম্প্রদায়ের সংগঠন সিস্টেমেটিকভাবে হিন্দু মেয়ে ও মহিলাদের টার্গেট করে এবং এই যুবকদের মাধ্যমে তাদের প্রলুব্ধ করার চেষ্টা করে।” তিনি জানান, ওই মেয়েদের জোরপূর্বক হিজাব পরতে বাধ্য করা হয়েছিল, রমজানে রোজা রাখতেও চাপ দেওয়া হয়েছিল। বিয়ে করার অজুহাতে তাদের ধর্মান্তরিত হতে বাধ্য করা হয়েছিল। কোনও মেয়ে প্রতিবাদ করলে অভিযুক্তরা তাদের হাতে থাকা ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে ফেলার হুমকি দিত। তাদের পরিবারেরও একই পরিণতি হবে বলেও ভয় দেখাত।

পায়ে কালো সুতো বাঁধা

শর্মা বলেন, “ওই মেয়েদের মোবাইল ফোন ছিল না। তারা তাদের বাবা-মায়ের ফোন ব্যবহার করত। তবে মুসলিম যুবকেরা তাদের কাছ থেকে টাকা নিয়ে ছোট চিনা মোবাইল ফোন কিনে দিত। এই ফোন এতই ছোট যে সহজে চোখে পড়ে না। সব মেয়েকে একই ব্র্যান্ড ও মডেলের ফোন দেওয়া হয়েছিল, যাতে তারা একে অন্যের সঙ্গে যোগাযোগ রাখতে পারে। মেয়েদের হাত ও পায়ে কালো সুতো বাঁধা থাকত। এই সুতো তাদের মানসিক অবস্থাকে নেতিবাচকভাবে প্রভাবিত করত। সুতো খুলে নেওয়ার পর তারা স্বাভাবিক হয়ে যেত (Baewar Rape Case)।”

ক্যাফেতে যৌন নির্যাতন

শর্মা জানান, যে মেয়েদের ক্যাফেতে ডাকা হয়েছিল, তাদের যৌন নির্যাতন করা হয়েছিল। তিনি বলেন, “আমরা আরও কয়েকজন নির্যাতিতার মা-বাবার কাছ থেকে তথ্য পেয়েছি। আমাদের কমিটির সদস্যরা তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। কিন্তু তাঁরা সবাই অত্যন্ত ভীত। মুসলিম ছেলেদের পিছনে একটি গোষ্ঠী আছে, যারা তাদের বিলাসবহুল জীবনযাত্রায় অর্থায়ন করছে। তারা এই মেয়েদের বলত যে একজন ব্রাহ্মণ মেয়েকে হিন্দু ধর্ম থেকে ইসলামে ধর্মান্তরিত করলে ২০ লাখ টাকা পাওয়া যাবে, আর এসসি-এসটি বা ওবিসি পরিবারের মেয়েকে ধর্মান্তরিত করলে ১০ লাখ টাকা দেওয়া হবে। সংগঠনটি এই অর্থকে পুরস্কার হিসেবে টোপ দিয়ে তাদের উৎসাহিত করত।” তিনি ঘটনাটিকে সংঘবদ্ধ অপরাধ বলে উল্লেখ করে জানান, এ বিষয়ে কোনও তদন্ত হচ্ছে বলে মনে হচ্ছে না। কারা অর্থায়ন করছে তা নিয়েও অনুসন্ধানের অভাব রয়েছে। তিনি বলেন, “তদন্তে ওয়াসিমের ছেলে রেহানের নাম উঠে আসে। পরে পুলিশ তাকে আটক করে। তবে যেসব মেয়ের সঙ্গে সে কথা বলছিল, তারা সাহস করে এগিয়ে না আসায় তাকে ছেড়ে দেওয়া হয়। এই সুযোগে সে অন্য নির্যাতিতাদের পরিবারকেও ভয় দেখাচ্ছে।”

মামলা প্রত্যাহারে চাপ!

শর্মা জানান, নির্যাতিতাদের পাশে দাঁড়ানো এবং মামলায় জড়িত ব্যক্তিরা প্রতিকূলতার মুখোমুখি হতে পারেন এমন সম্ভাবনা দেখা যাচ্ছে। মেয়েদের পরিবারকেও মামলা প্রত্যাহারে চাপ দেওয়া হচ্ছে (Organised Crime)। তিনি বলেন, “আমাদের দাবি হল তদন্তকে সংঘবদ্ধ অপরাধের দিকে নিয়ে যাওয়া (Baewar Rape Case)। যেসব যুবককে আটক করা হয়েছে, তারা একটি বৃহত্তর অপারেশনের কয়েকটি গুটি মাত্র। আশ্চর্যের বিষয়, কর্তৃপক্ষ সংগঠন চালানো মূল হোতাদের বা অর্থায়নকারীদের প্রকাশ্যে আনছেন না।”  নির্যাতিতাদের আইনজীবী বলেন, “কাফেতে যাতে হঠাৎ করে কেউ ঢুকে পড়তে না পারে, তাই ফুটপাথে বাঁশের লাঠি ও অন্যান্য জিনিসপত্র ডাঁই করে রাখা হয়েছিল। রাস্তায় রাখা হয়েছিল একটি বিরাট বুলডোজার। এলাকাটি বুলডোজার দিয়ে পরিষ্কার করা হয়েছিল, যদিও সেটি হাতে করেই পরিষ্কার করা যেত। এটি করা হয়েছিল সাধারণ মানুষের চোখে ধুলো দিতে।” মামলাটিকে তিনি সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার দাবি জানান। তাঁর মতে, এতে করে মূল ফোকাস থাকবে সংগঠিত অপরাধের ওপর।

লাভ জিহাদ” ও “গ্রুমিং জিহাদ”!

শর্মা বলেন, এই মামলাটির সঙ্গে ১৯৯২ সালের আজমেঢ় ধর্ষণ মামলার লক্ষণীয় মিল রয়েছে। দুটিরই প্যাটার্ন একই। এই ঘটনায় মেয়েরা অসাধারণ সাহস দেখিয়েছ। যার জন্য ভিলওয়াড়ার এক মহিলাও এগিয়ে আসতে উৎসাহিত হয়েছিলেন। তাঁকেও আটজন মুসলিম যুবক একই রকমভাবে নির্যাতন করেছিল। তাঁকেও মাদক সেবন করানো হয়েছিল। তাঁরও ছবি তোলা হয়েছিল এবং তারপর তাঁকে ব্ল্যাকমেইল করা হয়েছিল। এই পুনরাবৃত্ত প্যাটার্নটি ইঙ্গিত করে যে আমরা সংগঠিত অপরাধের মুখোমুখি হয়েছি, যার পেছনে একটি সংগঠন কাজ করছে।” শর্মা এই ঘটনাকে (Organised Crime) “লাভ জিহাদ” ও “গ্রুমিং জিহাদ” হিসাবে বর্ণনা করেন। তাঁর দাবি, অভিযুক্ত যুবকরা মেয়েদের মিথ্যা পরিচয় দিয়ে প্রলুব্ধ করেছিল এবং তাদের মূল উদ্দেশ্য ছিল মেয়েদের ধর্মান্তরিত করে জোরপূর্বক বিয়ে করতে বাধ্য করা (Baewar Rape Case)।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share