Pahalgam Attack: পহেলগাঁও হামলার আবহে নিয়ন্ত্রণরেখার ওপারে গুলিবর্ষণ পাক সেনার, পাল্টা জবাব ভারতের

Pakistan opens fire along LoC India Three days after the Pahalgam attack

মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবারই জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে (Pahalgam Attack) ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এই ঘটনার তিনদিন পরে নিয়ন্ত্রণ রেখার ওপারে পাকিস্তান (Pakistan) থেকে সে দেশের সেনাবাহিনী গুলিবর্ষণ করছে এমনটাই খবর উঠে এসেছে। সূত্রের মারফত আরও জানা যাচ্ছে, সাম্প্রতিক সময়ে এই ঘটনা ঘটেনি, যদিও পাক সেনা যে গুলি চালিয়েছে, তার পাল্টা জবাব ভারতের সেনাবাহিনীও দিয়েছে। ভারতের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

বান্দিপুর জেলায় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়েছে

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসেই জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সেনাবাহিনী গুলি বর্ষণ করে (Pahalgam Attack)। এরপর ভারতও পাল্টা জবাব দেয়। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি। প্রসঙ্গত, পহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দু পর্যটকদের হত্যা করার পরে যে প্রাণহানির ঘটনা ঘটল, তাতে এ কথা বলা যায় যে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় পাকিস্তান জুড়েও হাই অ্যালার্ট জারি করা হয়েছে। প্রসঙ্গত, শুক্রবারই জম্মু-কাশ্মীরের বান্দিপুর জেলায় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়েছে বলে জানা গিয়েছে। আরও জানা যাচ্ছে পলাতক এক সন্ত্রাসী আহত হয়েছে এই গুলির লড়াইয়ে। অন্যদিকে, এই ঘটনায় উচ্চ পদস্থ পুলিশকর্তা সহ দুই নিরাপত্তা কর্মী আহত হয়েছেন।

বাজিপোরা এলাকার জঙ্গলে তল্লাশি, গুলির লড়াই (Pahalgam Attack)

জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের বাজিপোরা এলাকার জঙ্গলে সন্ত্রাসবাদীরা লুকিয়ে রয়েছে, এমন খবর নিরাপত্তা বাহিনী গোপন সূত্রে পায়। এরপরেই তাঁরা সেই জঙ্গলকে ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করেন। তখনই সন্ত্রাসীরা গুলি চালালে পাল্টা উত্তর দেয় সেনাবাহিনী। অন্যদিকে, বৃহস্পতিবারই উধমপুর জেলায় সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে এক সেনা নিহত হন। পহেলগাঁও হামলার (Pahalgam Attack) পরে নিরাপত্তা বাহিনী সেই জড়িত সন্ত্রাসবাদীদের ধরতে চিরুনি তল্লাশি চালাচ্ছে বলে জানা গিয়েছে। হামলার (Pakistan) পিছনে জড়িত বলে ধারণা করা হচ্ছে এমন তিন সন্দেহবাজনের ছবি ও প্রকাশ করা হয়েছে। তারা হল, আসিফ ফুজি, সুলেমান শাহ, আবু তালহার। এই সন্ত্রাসবাদীদের বিষয়ে বিশ্বাসযোগ্য তথ্য প্রদানকারী ব্যক্তিকে কুড়ি লক্ষ টাকা পর্যন্ত নগদ পুরস্কারের ঘোষণা করা হয়েছে।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share