মাধ্যম নিউজ ডেস্ক: বালোচ জনগণের ওপর মানবাধিকার লঙ্ঘন করছে পাকিস্তান সরকার, একথা বললেন মানবাধিকার কর্মী কাম্বার বালোচ (Qambar Baloch)। বালোচ অ্যাডভোকেসি অ্যান্ড স্টাডি সেন্টার-এর সাধারণ সম্পাদক কাম্বার বালোচ অভিযোগ করেছেন, পাকিস্তান ও ইরান সরকার বালোচ জনগণের ওপর প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। এবিষয়ে তিনি আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন (Balochistan Killings)। তাঁর অভিযোগ, আন্তর্জাতিক মঞ্চ বারবার এড়িয়ে যাচ্ছে বালোচদের ওপর এই অত্যাচার।
৩০ জুলাই লন্ডনে অনুষ্ঠিত হয় এই সেমিনার (Balochistan Killings)
গত ৩০ জুলাই লন্ডনের ইউনিভার্সিটি অব লন্ডনে বালোচ অ্যাডভোকেসি অ্যান্ড স্টাডি সেন্টার (BASC) -এর উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের শিরোনাম ছিল: “Hidden in the Shadows: Human Rights Violations Against the Baloch in Iran and Pakistan”। এই সেমিনারে কুম্বার বালোচ তাঁর মতামত তুলে ধরেন।
সাংবাদিকদের কী বললেন বালোচিস্তানের নেতা কাম্বার বালোচ?
সেমিনার শেষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কাম্বার বালোচ (Qambar Baloch) বলেন, “চলতি বছরের মে মাসে আমরা ‘বালোচ অ্যাডভোকেসি অ্যান্ড স্টাডি সেন্টার’ প্রতিষ্ঠা করি (Balochistan Killings)। আমরা বিভিন্ন বিষয়ে গবেষণা চালাচ্ছি, এবং সেই গবেষণায় উঠে এসেছে, কীভাবে ইরান ও পাকিস্তানে বালোচ জনগণের ওপর দমনপীড়ন ও মানবাধিকার লঙ্ঘন ঘটছে।”
অত্যাচারিত পরিবারগুলিও হাজির ছিলেন (Balochistan Killings)
সেমিনারে সংস্থার বার্ষিক প্রতিবেদনও উপস্থাপন করা হয়। কাম্বার বালোচ আরও বলেন, “আমাদের গবেষণা স্পষ্টভাবে তুলে ধরেছে যে বালোচ জনগণের ওপর চরম অত্যাচার চলছে। আমরা এই বাস্তবতা আন্তর্জাতিক মহলের কাছে তুলে ধরতে চাই এবং রাষ্ট্রসংঘের কাছেও আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছি।” এই সেমিনারে আন্তর্জাতিক কূটনীতিক, মানবাধিকারকর্মী, গবেষক, সাংবাদিক এবং বিভিন্ন দেশের নীতিনির্ধারকরাও অংশগ্রহণ করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, সেমিনারে এমন অনেক বালোচ পরিবার উপস্থিত ছিলেন, যাঁদের প্রিয়জন পাকিস্তান ও ইরানের নিরাপত্তা বাহিনীর হামলায় নিহত বা নিখোঁজ হয়েছেন। তাঁদের অনেকেই ‘Balochistan Killings’-এর শিকার পরিবার হিসেবে তাঁদের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন।
Leave a Reply