INS Himgiri: চিন-পাকিস্তানের ঘুম ছুটিয়ে এবার সমুদ্র দাপাবে গার্ডেনরিচে তৈরি আইএনএস হিমগিরি

ins himgiri Indian navy got new warship equipped with brahmos and barak missiles from garden reach shipbuilders

মাধ্যম নিউজ ডেস্ক: স্বাধীনতা দিবসের আগেই আরও বাড়ল ভারতের নৌসেনার শক্তি। শত্রুদের সামনে আরও পরাক্রমী হয়ে উঠল দেশের নৌবাহিনী। তাদের হাতে এল আইএনএস হিমগিরি (INS Himgiri)। ব্রহ্মস ও বারাক মিসাইল বহনকারী এই স্টেলথ যুদ্ধজাহাজ নৌবাহিনীর হাতে তুলে দিল গার্ডেনরিচ শিপবিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স। ভারতীয় নৌসেনার শক্তি বাড়াতে উন্নতমানের রণতরী তৈরিতে প্রতিজ্ঞাবদ্ধ গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করতে একাধিক যুদ্ধজাহাজ নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দিয়েছে গার্ডেনরিচ। এবারও তার ব্যতিক্রমহল না।

শক্তি বাড়ল নৌসেনার

আইএনএস হিমগিরির হাত ধরে ভারতীয় নৌবাহিনী আরও শক্তিশালী হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেল। দেশের সবথেকে অত্যাধুনিক প্রযুক্তি স্টেলথ ফ্রিগেট নৌবাহিনীর হাতে তুলে দিল জিআরএসই। ব্রহ্মস মিসাইল এবং বারাক মিসাইল যুক্ত এই ফ্রিগেট নৌবাহিনীকে সবদিক থেকে সমৃদ্ধ করল বলেই মনে করছেন সামরিকবিশারদরা। আইএনএস হিমগিরি ভারতীয় নৌবাহিনীর হাতে নীলগিরি ক্লাসের প্রথম ফ্রিগেট। গার্ডেনরিচ শিপইয়ার্ডে নির্মিত এই ফ্রিগেট বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হল। এটি পি১৭এ (P17A) ফ্রিগেট সিরিজের অধীনে নির্মিত এবং ভারতের দ্বিতীয় ৬৬৭০টনের নীলগিরি ক্লাসের যুদ্ধজাহাজ।

হিমগিরির বৈশিষ্ট্য

হিমিগিরির প্রধান বৈশিষ্ট্য হল এর উন্নত স্টেলথ ডিজাইন ও কাঠামো। সুপারস্ট্রাকচার জিওমেট্রিক স্টেলথ প্রযুক্তিতে নির্মিত এই যুদ্ধজাহাজ। যার ফলে এটি শত্রুপক্ষের রেডারে ধরা পড়ার সম্ভাবনা কম। ডিজেল ও গ্যাস দুই (CODAG) সিস্টেমে চালিত এই যুদ্ধজাহাজ প্রায় ৩০ নটিক্যাল মাইল/ঘণ্টা গতিতে চলতে সক্ষম।

রেডার ও সেন্সর সিস্টেম: হিমিগিরিতে আগুন নিয়ন্ত্রণ ও প্রাইমারি ট্র্যাকিং-এর জন্য ব্যবহৃত মাল্টি-ফাংশন ফেজড অ্যারে রেডার (MF-STAR AESA) অত্যন্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন। এছাড়াও হিমিগিরির লং রেঞ্জ সার্ভিলেন্স রেডার (Long-range surveillance) বা ল্যানজা (Lanza-N) রেডার, লক্ষ্যবস্তুকে দূর থেকে ডিটেক্ট করার জন্যই তৈরি। ৩) এছাড়াও ডিআরডিও (DRDO) নির্মিত হামসা (HUMSA-NG) এনজি হল সাবমেরিন হান্টিং পদ্ধতি যা জাহাজটির মূল চোখ ও কান।

ইলেকট্রনিক ওয়ারফেস ও ডিকয় প্রোটেকশন (Electronic Warfare ও Decoy Protection): ১) শক্তি ইডব্লু সুইট (Shakti EW Suite) – শত্রুর রেডার ও কমিউনিকেশন জ্যাম করার জন্য ব্যবহার করা হবে। ২) কবচ পদ্ধতি (Kavach & Mareech Systems) – এটি একটি অ্যাক্টিভ ডিকয় লঞ্চার, যা জাহাজ বিধ্বংস্বী ক্ষেপণাস্ত্র বা টর্পেডোকে বিভ্রান্ত করতে ব্যবহৃত হবে।

অস্ত্রসজ্জা: এই অত্যাধুনিক যুদ্ধ জাহাজে বহন করা যাবে-

৮ × ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল।

৩২ × বারাক-৮ এলআর স্যাম (Barak-8 LR-SAM বা Medium to Long-range SAM) – শত্রু বিমান ও মিসাইলকে প্রতিহত করার জন্য

১ × ৭৬এমএম সুপার গান (76mm Super Rapid Gun Mount) – মাঝারি পাল্লার নৌ ও বিমান টার্গেটের বিরুদ্ধে কাজ করবে এটি

টর্পেডো লঞ্চার ও রকেট ডেপথ চার্জার – সাবমেরিন হান্টিং-এ কার্যকর হবে।

২ × একে ৬৩০এম সিআইডব্লুএস (Close-In Weapon System) – শেষ মুহূর্তে জাহাজের দিকে ধেয়ে আসা মিসাইল বা বিমান থামানোর জন্য ব্যবহৃত হবে।

৬× ৫৩৩এমএম টর্পেডো টিউব , ও রকেট লঞ্চার আছে।

কোন কাজে ব্যবহৃত হবে হিমগিরি

হিমগিরি মূলত মাল্টি ডাইমেনশনাল ক্ষমতার ফ্রিগেট। যা সমুদ্র সীমার সুরক্ষা, বিমান হামলা প্রতিহত, সাবমেরিন হান্টিং, ও সমুদ্রে স্ট্রাইক অপারেশনে ব্যবহৃত হবে। এর ফলে সাগরে ভারতের প্রতিরক্ষা শক্তি আরও মজবুত হবে। প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে নৌসেনার জন্য চারটি নজরদারি জাহাজ বানানোর বরাত পায় গার্ডেনরিচ। এর আগে বেশ কয়েকটি নজরদারি জাহাজ (অফশোর পেট্রল ভেসেল) তৈরি করে নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দিয়েছে গার্ডেনরিচ। যেগুলো দিয়ে চলছে ‘শত্রু’ পক্ষের উপর কড়া নজরদারি। চিনের দাদাগিরি রুখতে এখানেই তৈরি হয়েছে সাবমেরিন বিধ্বংসী রণতরী। এবার ‘নিউ জেনারেশন অফশোর পেট্রল ভেসেল’ তৈরি করেছে জাহাজ নির্মাণকারী সংস্থাটি। বিপর্যয় মোকাবিলা, অনুপ্রবেশ আটকানো, জলদস্যুদের দমনের মতো নানা গুরুত্বপূর্ণ অভিযানে নামানো হবে নতুন প্রজন্মের এই জাহাজগুলোকে। পাশাপাশি উপকূলে অতন্দ্রপ্রহরীর কাজ করবে তারা। দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাতে এভাবেই একের পর এক মাইলফলক ছুঁয়েছে গার্ডেনরিচ। এবার হিমগিরির পালা।

 

 

 

 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share