Islamabad: “আমাকে শুধু গুলি করতে পারো”, পরিবারের হাতে খুন হওয়ার আগে পাকিস্তানি তরুণীর শেষ কথা

Islamabad, Pakistan Woman's Honur Killing, Pakistan, Honur Killing, madhyom, madhyom bangla, news in bengali, bangla news, bangla khabar

মাধ্যম নিউজ ডেস্ক: কতটা পিছিয়ে রয়েছে পাকিস্তান, আবারও তা সামনে এল। চোখে পড়ল মধ্যযুগীয় নৃশংসতা। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি মর্মান্তিক “অনার কিলিং”-এর ঘটনা দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, ভালবেসে করে বিয়ে করার “অপরাধে” পরিবারের হাতে নির্মমভাবে খুন হলেন এক তরুণ-তরুণী।

কী ঘটেছিল

ভিডিওতে দেখা যায়, কয়েকটি এসইউভি ও পিকআপ ট্রাক থেকে কিছু লোক একদল মানুষের সামনে একটি নির্জন পাহাড়ি অঞ্চলে গিয়ে এক দম্পতিকে নামিয়ে দেয়। তরুণীর মাথায় ওড়না ঢাকা। তাকে একটি কোরানের কপি দেওয়া হয়। তিনি সেটি হাতে নিয়ে সামনের দিকে হাঁটতে থাকেন। ব্রাহাভি উপভাষায় তরুণী বলেন, “আমার সাথে সাত কদম হাঁটো, তারপর তুমি আমাকে গুলি করতে পারো।” কিছুদূর হাঁটার পর তিনি আবার বলেন, “তুমি আমাকে শুধু গুলি করতে পারো, এর বেশি কিছু না।” তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এক ব্যক্তি পিস্তল তুলে তার পিঠে গুলি চালায়। কাছ থেকে পরপর তিনটি গুলি ছোড়া হয়, এবং তরুণী মাটিতে লুটিয়ে পড়েন। এরপর ভিডিওতে আরও গুলির শব্দ শোনা যায় এবং এক রক্তাক্ত তরুণকে তরুণীর পাশেই পড়ে থাকতে দেখা যায়। আশেপাশের লোকজন তখন চিৎকার করে উল্লাস প্রকাশ করে।

মানবাধিকার কর্মীদের ক্ষোভ

ঘটনাটি চলতি বছর মে মাসের। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। মানবাধিকার কর্মীরা দ্রুত এই ঘটনার বিচার চেয়েছেন। এ ধরনের সহিংসতার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবিও উঠেছে। স্থানীয় পুলিশ সূত্রে খবর, নিহত তরুণীর নাম বানো বিবি এবং তরুণের নাম আহসান উল্লাহ। এখনও পর্যন্ত এই ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নিহত তরুণীর ভাই তার বিয়ের ব্যাপারে আপত্তি জানিয়ে একটি স্থানীয় গোষ্ঠীপতির কাছে অভিযোগ করেন। এরপর সর্দার সাতকজাই নামের সেই গোষ্ঠীপতি এ হত্যার নির্দেশ দেন। ওই সর্দার ও নিহত তরুণীর ভাইকে গ্রেফতার করা হয়েছে, বলে জানিয়েছেন পুলিশ প্রধান নাভিদ আখতার। মানবাধিকার কমিশন অব পাকিস্তানের (HRCP) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে অন্তত ৪০৫টি অনার কিলিং-এর ঘটনা ঘটেছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ এসব ঘটনার অনেকটাই রেকর্ডে আসে না।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share