PF Rules: বেতনভোগী কর্মচারীদের জন্য বড় সুখবর, প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলার নিয়মে বড় পরিবর্তন!

PF Rules Changed Buy Your First Home Faster With 90 percentage Withdrawal Access

মাধ্যম নিউজ ডেস্ক: বেতনভোগী কর্মচারী, বিশেষ করে যারা প্রথমবারের মতো নিজের বাড়ি তৈরি করতে চান বা একটি স্বপ্নের বাড়ি কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এসেছে এক গুরুত্বপূর্ণ ও স্বস্তিদায়ক ঘোষণা (PF Rules)। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPF) থেকে টাকা তোলার নিয়মে বড়সড় পরিবর্তন করা হয়েছে, যা ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও সহজ করে তুলবে।

নতুন সংশোধনী: ৬৮-বি.ডি. ধারা (68BD) পুনর্গঠন

এই পরিবর্তনটি করা হয়েছে ১৯৫২ সালের Employees’ Provident Fund (EPF) স্কিমের অধীনে বিদ্যমান ৬৮-বি.ডি. অনুচ্ছেদে। সংশোধিত এই ধারা অনুযায়ী, এখন থেকে EPF-এর সদস্যরা তাঁদের জমাকৃত পিএফ টাকার ৯০% পর্যন্ত তুলে নিতে পারবেন গৃহনির্মাণ বা ফ্ল্যাট কেনার উদ্দেশ্যে।
সময়সীমা কমিয়ে আরও সহজ শর্ত। আগে এই সুবিধা শুধুমাত্র তখনই পাওয়া যেত, যখন প্রভিডেন্ট ফান্ডে সদস্যপদ অন্তত পাঁচ বছর পূর্ণ হত। অর্থাৎ একজন কর্মচারীকে অন্তত পাঁচ বছর পর্যন্ত নিয়মিত PF জমা করতে হত, তারপরই তিনি বাড়ি নির্মাণ বা কেনার জন্য PF থেকে টাকা তুলতে পারতেন।
কিন্তু নতুন নিয়মে এই শর্ত শিথিল করে (PF Rules Changed) এখন এই সময়সীমা কমিয়ে মাত্র তিন বছর করা হয়েছে। অর্থাৎ, EPF সদস্য মাত্র ৩ বছর ফান্ডে টাকা জমা করলেই, তিনি প্রভিডেন্ট ফান্ডের টাকা ব্যবহার করে নিজস্ব বাড়ি তৈরির পরিকল্পনা করতে পারবেন।

আগে কী ছিল নিয়ম (PF Rules)?

পূর্ববর্তী নিয়ম অনুযায়ী, প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা (PF Rules) তোলার সীমা ছিল সর্বোচ্চ ৩৬ মাসের সমপরিমাণ বেসিক বেতন ও ডিএ। শুধুমাত্র তখনই টাকা তোলা যেত যখন সদস্যপদ কমপক্ষে পাঁচ বছর ছিল।

নতুন নিয়মে কী সুবিধা মিলবে?

শুধুমাত্র তিন বছরের (PF Rules) সদস্যপদেই এই সুযোগ পাওয়া যাবে।

প্রায় ৯০% পর্যন্ত PF ফান্ড থেকে টাকা তোলা যাবে।

বাড়ি তৈরি, ফ্ল্যাট কেনা বা জমি কেনার জন্য অর্থ ব্যবহার করা যাবে।

এতে কর্মচারীদের আর্থিক চাপ কমবে এবং স্বপ্নের বাড়ি তৈরির পথে এক বড় সহায়তা হিসেবে কাজ করবে।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share