Bangladeshi: অনুপ্রবেশের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক গুজরাট পুলিশের, আটক ৫৫০ অবৈধ বাংলাদেশি

Bangladeshi Illegal Immigrants in Gujarat Over 550 arrested

মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবারই ভারতে থাকা সমস্ত পাকিস্তানিদের তাড়াতে নির্দেশ দেন অমিত শাহ। ২৬ থেকে ২৯ এপ্রিলের মধ্যে ভারত ত্যাগ করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। আর এই নির্দেশ পাওয়ার পরেই গুজরাট (Gujarat) পুলিশ সার্জিক্যাল স্ট্রাইক শুরু করে অনুপ্রবেশের বিরুদ্ধে। অভিযানের মাধ্যমে ৫৫০ জনের বেশি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে (Bangladeshi) আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, ভারতে থাকার কোনও বৈধ নথি না দেখাতে পারার কারণে তাঁদেরকে আহমেদাবাদ এবং সুরাট থেকে আটক করেছে গুজরাট পুলিশ।

কী বলছে আহমেদাবাদের পুলিশ (Gujarat)

আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের ডিসিপি অজিত রাজিয়ান সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আমরা এসওজি, ইওডব্লু, জোন ৬ এবং সদর দফতরের দলগুলির সঙ্গে আহমেদাবাদ শহরে অবৈধভাবে বসবাসকারী বিদেশি অভিবাসীদের ধরতে একটি তল্লাশি অভিযান পরিচালনা করেছি। এই অভিযানের সময় ৪০০ জনেরও বেশি সন্দেহভাজন বাংলাদেশি (Bangladeshi) অভিবাসীকে আটক করা হয়েছে।’’ অন্যদিকে, সুরাট পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং ক্রাইম ব্রাঞ্চের দল শহরের বিভিন্ন এলাকা থেকে ১০০ জনেরও বেশি অবৈধ বাংলাদেশি (Bangladeshi) নাগরিককে আটক করেছে বলে জানা যাচ্ছে।

পহেলগাঁও হামলার পরে এমন অভিযান তাৎপর্যপূর্ণ

আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের জেসিপি শারদ সিংহল বলেন, ‘‘স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি, ডিজিপি-র তথ্য অনুসারে আহমেদাবাদের চান্দোলার আশেপাশে বসবাসকারী অবৈধ বাংলাদেশি (Bangladeshi) অভিবাসীদের আটক করা হয়েছে। আমরা ৪৫৭ জন অবৈধ অভিবাসীকে ধরেছি, সকলকে জিজ্ঞাসাবাদ চলছে। আমরা তাদের নির্বাসিত করব।’’ তিনি আরও বলেন, ‘‘এর আগে দুটি এফআইআর দায়ের করা হয়েছিল এবং ১২৭ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছিল। তাদের মধ্যে ৭০ জনকে বহিষ্কার করা হয়েছে এবং বাকিদের বহিষ্কারের প্রক্রিয়া চলছে। এই অবৈধ অভিবাসীদের কাছে বেশিরভাগেরই জাল ভারতীয় নথিপত্র পাওয়া গিয়েছে। কার সাহায্যে এই নথিগুলি তৈরি করা হয়েছে তা আমরা তদন্ত করছি। আটক অবৈধ অভিবাসীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’’ প্রসঙ্গত উল্লেখ্য, গত মঙ্গলবারই কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ঘটে। এরপর সর্বদলীয় বৈঠকও করে মোদি সরকার। এরপরেই শনিবার গুজরাটের বুকে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এই অ্যাকশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share