Pakistani: কলকাতায় গ্রেফতার পাকিস্তানি আজাদ, বানিয়ে দিত বাংলাদেশিদের জাল পাসপোর্ট

Pakistani Azad arrested from Kolkata make fake passports for Bangladeshis

মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে পাসপোর্ট জালিয়াতি চক্রে এবার পাকিস্তান (Pakistani) যোগ সামনে এল। খাস কলকাতায় বসেই জাল পাসপোর্ট চক্র চালাচ্ছিল আজাদ মল্লিক নামের ওই যুবক। বিরাটি থেকে ১৪ দিন আগে গ্রেফতার করা হয়েছিল আজাদ মল্লিককে। বাংলাদেশি (Bangladeshis) সন্দেহে গ্রেফতার করা হয় আজাদকে। পরে জানা যায় সে আসলে আদতে পাক-নাগরিক। ২০১৯ সালেই বাংলাদেশি পাসপোর্টের মাধ্যমে ভিসার আবেদন করেছিল আজাদ। এরপরেই বাংলায় ঢুকে জোড়া ভোটার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সও পেয়ে যায় সে। এখানেই উঠছে প্রশ্ন, পাক নাগরিক হয়ে কীভাবে বাংলায় ঢুকে এত সরকারি পরিচয়পত্র আজাদ? জানা গিয়েছে, নিজের পাকিস্তানি পরিচয় লুকোতেই এই আজাদই বাংলাদেশি পরিচয় দিয়েছিল তদন্তকারীদের কাছে। পাসপোর্ট মামলায় আদালতে এদিন এমনই বিস্ফোরক দাবি করল ইডি।

১২-১৩ বছর পাকিস্তান (Pakistani) থেকে বাংলাদেশ হয়ে ভারতে ঢোকে আজাদ

পাকিস্তানের (Pakistani) নাগরিক কলকাতায় বসে জাল পাসপোর্ট তৈরি করছে, এমন তথ্য সামনে আসার পরেই ব্যাপক উদ্বিগ্ন প্রশাসনিক কর্তারা। একজন পাকিস্তানি কলকাতার বুকে বসে বাংলাদেশিদের জাল পাসপোর্ট বানিয়ে দিচ্ছিলেন এতদিন! এতেই শুরু হয়েছে জোর চর্চা। জানা যাচ্ছে এদেশে আজাদের নাম ছিল আজাদ মল্লিক। প্রায় ১২-১৩ বছর পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে ভারতে ঢোকে আজাদ। নিজের জালিয়াতি কাজ চালাতে একাধিক ডেরা বদল করে থাকছিল সে।

সন্দেহ এড়াতে বাংলা ভাষাও রপ্ত করেছিল আজাদ

সন্দেহ এড়াতে বাংলা ভাষাও রপ্ত করেছিল আজাদ। বাংলাদেশ থেকে যারা বেআইনিভাবে অনুপ্রবেশ করত, তাদের জাল নথি দিয়ে পাসপোর্ট বানিয়ে দিত আজাদ। ১৪ দিন আগেই আজাদকে বিরাটির বাড়ি থেকে গ্রেফতার করেন তদন্তকারীরা। মঙ্গলবারই তাঁকে আদালতে পেশ করা হয়। এজলাসে বিচারকের সামনে আজাদ পাকিস্তানি (Pakistani) এমন বিস্ফোরক দাবি করেন ইডির আইনজীবী ভাস্করপ্রসাদ বন্দ্যোপাধ্যায়।

ধৃত আজাদের কাছে ২ কোটি ৬২ লক্ষ টাকা পাওয়া গিয়েছে

একইসঙ্গে আজাদের সঙ্গে এক মহিলার সঙ্গীর তথ্যও এসেছে তদন্তকারীদের হাতে। তবে পাসপোর্ট মামলায় আজাদ গ্রেফতার হওয়ার পরেই ওই মহিলার সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যায় আজাদের (Pakistani)। ওই মহিলাকে খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। জানা যাচ্ছে আজাদ ইতিমধ্যে ভিসা ও ভারতীয় ড্রাইভিং লাইসেন্সেরও আবেদন করেছিলেন। একইসঙ্গে কীভাবে ধৃত আজাদের কাছে ২ কোটি ৬২ লক্ষ টাকা পাওয়া গেল? কী উদ্দেশ্যেই বা ভারতে ঢুকেছিল পাক নাগরিক আজাদ মল্লিক? এসব প্রশ্নের উত্তর খুঁজছে ইডি।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share