Khalistani: আরএসএস-কে নিষিদ্ধ করার দাবি করেছিলেন, খালিস্তানপন্থী নেতার শোচনীয় পরাজয় কানাডায়

Khalistani leader Jagmeet Singh who demanded ban on RSS, loses National Party status in canada

মাধ্যম নিউজ ডেস্ক: কানাডায় খালিস্তানপন্থী (Khalistani) ভারত বিরোধী নেতা জগমিত সিং শোচনীয়ভাবে পরাস্ত হলেন সেদেশের সাধারণ নির্বাচনে। তিনি ছিলেন নিউ ডেমোক্র্যাটিক পার্টির নেতা। মঙ্গলবারই তাঁর দল জাতীয় পার্টির তকমা খুইয়েছে এই পরাজয়ে। সম্প্রতি সামনে এসেছে কানাডার ৪৫তম জাতীয় নির্বাচনের ফলাফল এবং এখানেই দেখা যাচ্ছে এই ভারত বিরোধী নেতা শুধুমাত্র নিজের সংসদ ক্ষেত্রে হেরেছেন এমনটাই নয়, তিনি দ্বিতীয় স্থানেও উঠতে আসতে পারেননি। তৃতীয় স্থানে রয়েছেন। শুধু তাই নয়, তাঁর নিজের দায়িত্বে থাকা ১২টি আসনেও শোচনীয়ভাবে পরাস্ত হয়েছে নিউ ডেমোক্র্যাটিক পার্টি। প্রসঙ্গত, জগমিত সিংয়ের সংসদ ক্ষেত্র হল ব্রিটিশ কলাম্বিয়া। সেখানেই তিনি তৃতীয় স্থান পেয়েছেন (Canada)।

২০১৩ ও ২০১৮ সালের ভিসা দেয়নি ভারত সরকার

জগমিত সিংয়ের নেতৃত্বে এমন শোচনীয় পরাজয়ের পরেই জল্পনা শুরু হয় যে তাঁকে সরানো হবে। শেষমেষ সেটাই হল। কানাডার (Khalistani) সাম্প্রতিক ইতিহাসে এমন রাজনৈতিক ঘটনা বিরল বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। কানাডার খালিস্থানপন্থীদের হয়ে সর্বদাই সওয়াল করেন এই ভারত বিরোধী নেতা। একই সঙ্গে কানাডাতে খালিস্থানি উগ্রপন্থীদের নানা রকম সহায়তা করারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ প্রসঙ্গে উল্লেখ করা দরকার, ২০১৩ সালে জগমিত সিংকে ভারতের ভিসা দিতে অস্বীকার করে দিল্লি। ২০১৮ সালেও তাঁকে ভারত বিরোধী কার্যকলাপ এবং খালিস্তানপন্থীদের সমর্থন করার জন্য ফের একবার ভিসা দিতে অস্বীকার করে দিল্লি।

আরএসএস-কে নিষিদ্ধ করার দাবি তোলেন এই নেতা

এরপর ২০২৩ সালে জুন মাসে খালিস্তানপন্থী নেতা নিজ্জর খুন হন কানাডাতে (Khalistani)। তখনই কানাডা সরকারের সুরে সুর মিলিয়ে জগমিত সিং বলেন যে ভারতীয় এজেন্টরাই খুন করেছে। শুধু তাই নয় সে সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে নিষিদ্ধ করার দাবিও তোলেন এই খালিস্তানপন্থী নেতা। এই ঘটনার মাত্র দু বছরের মাথাতেই তাঁর দলের শোচনীয় পরাস্ত হল তাঁর দল। ২০২৪ সালের ৫ জুলাই এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। সেখানেই দেখা যায় যে ২০২৩ সালে খুন হওয়া নিজ্জর (Khalistani) নিউ ডেমোক্র্যাটিক পার্টি তৈরি করতে ব্যাপক আর্থিক ফান্ডিং করেছিল জগমিতকে।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share