RDX AK-47 Recovered: কাশ্মীরি চিকিৎসকের লকারে উদ্ধার একে-৪৭, জেরা করে মিলল ৩৫০ কেজি বিস্ফোরকের খোঁজ!

AK-47 recovered from kashmir doctor's locker tip leads cops to 350-kg RDX haul near Delhi

মাধ্যম নিউজ ডেস্ক: গুজরাটে তিন আইএস জঙ্গি গ্রেফতারের পর এবার দেশের বড়সড় জঙ্গি হামলার ছক ফাঁস করল সুরক্ষা বাহিনী। দেশের রাজধানী দিল্লির কাছে ফরিদাবাদ থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বিস্ফোরক। জম্মু ও কাশ্মীর পুলিশের একটি দল হরিয়ানার ফরিদাবাদ থেকে ৩০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, একটি অ্যাসল্ট রাইফেল-সহ প্রচুর গোলাবারুদ উদ্ধার করেছে। এর আগে অনন্তনাগের সরকারি মেডিক্যাল কলেজের আদিল আহমেদ রাদার নামে এক প্রাক্তন চিকিৎসকের লকার থেকে একে ৪৭ রাইফেল উদ্ধার করেছিল পুলিশ৷ অভিযুক্ত ওই চিকিৎসককে জেরা করে আরও এক সন্দেহভাজন চিকিৎসকের সন্ধান মেলে৷ জিজ্ঞাসাবাদের জন্য তাঁকেও আটক করা হয়৷

চিকিৎসকের লকারে একে-৪৭!

পর্দাফাঁস তদন্তের শুরুটা হয়েছিল শ্রীনগরে জইশ-ই-মহম্মদের পোস্টার লাগানোর তদন্তকে ঘিরে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, একজন ওই পোস্টার লাগাচ্ছেন। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তিনি আদিল আহমেদ রাথের। পেশায় চিকিৎসক। জানা যায়, তিনি অনন্তনাগ মেডিক্যাল কলেজের প্রাক্তন রেসিডেন্ট চিকিৎসক। শুক্রবার আদিলের ব্যক্তিগত লকার থেকে একটি এক-৪৭ রাইফেল উদ্ধার করে জম্মু ও কাশ্মীর পুলিশ। স্টেথোস্কোপ, রোগীদের প্রেসক্রিপশনের সঙ্গে রাখা ছিল ওই একে-৪৭ রাইফেলটি। অনন্তনাগের কাজিগুন্ডের বাসিন্দা ওই যুবক ২০২৪ সালের ২৪ অক্টোবর পর্যন্ত ওই হাসপাতালে সিনিয়র রেসিডেন্ট ডাক্তার হিসাবে কর্মরত ছিলেন। অনন্তনাগের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি) ও শ্রীনগর পুলিশের যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে রাইফেলটি বাজেয়াপ্ত করে। জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয় আদিলকে।

কেঁচো খুঁড়তে বেরল কেউটে!

কিন্তু, চক্রান্ত ফাঁসের এটা ছিল প্রথম ধাপ। গোয়েন্দারা তখনও জানতে পারেননি, পরে কেঁচো খুঁড়তে বেরিয়ে পড়বে আস্ত কেউটে! আদিলকে উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে গ্রেফতার করা হয়। ধৃতকে অনন্তনাগের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে নিয়ে গিয়ে জেরা করে তাঁর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিরাট বড় নাশকতার ছক বানচাল করে জম্মু ও কাশ্মীর পুলিশ। আদিলের দেওয়া তথ্যের ভিত্তিতে মুজাহিল শাকিল নামে অনন্তনাগের সরকারি মেডিক্যাল কলেজের আরেক ডাক্তারের খোঁজ মেলে। সেই চিকিৎসককে জেরা করতেই উঠে আসে ফরিদাবাদ সংযোগ। তদন্তে প্রকাশ, এই দুই চিকিৎসকের সঙ্গে আরও একজন চিকিৎসকের যোগাযোগ ছিল, যাদের নেটওয়ার্ক দক্ষিণ কাশ্মীর থেকে হরিয়ানা পর্যন্ত বিস্তৃত।

চলছে “মাস্টারমাইন্ড”-এর খোঁজ

এই সূত্র ধরেই রাজধানী দিল্লির কাছে ফরিদাবাদে মুজাহিলের বাড়ি ও হাসপাতালে হানা দেয় ছে জম্মু ও কাশ্মীর পুলিশ ও হরিয়ানা পুলিশের পুলিশের বিশাল যৌথ বাহিনী। কিন্তু, সেখানে পৌঁছে গোয়েন্দাদের চক্ষু ছানাবড়া হয়ে যায়। সেখান থেকে উদ্ধার হয় একটি অ্যাসল্ট রাইফেল এবং প্রায় ৩৫০ কেজি বিস্ফোরক। উদ্ধার হয় ৮৩টি কার্তুজ সহ তিনটি ম্যাগাজিন, আটটি কার্তুজ সহ একটি পিস্তল, আটটি বড় স্যুটকেস ৪ট ছোট স্যুটকেস, ব্যাটারি সমেত ২০টি টাইমার, ২৪টি রিমোট কন্ট্রোল, ৫ কেজি ভারী ধাতু, ওয়াকি-টকি, বৈদ্যুতিন তার। এই বিপুল অস্ত্র এবং বিস্ফোরক কোথা থেকে পাঠানো হচ্ছে, তার উৎসের খোঁজ শুরু করেছে পুলিশ৷ উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরক ফরেনসিক টিমের হাতে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং খুব শিগগিরই এই চক্রের “মাস্টারমাইন্ড”-এর পরিচয় প্রকাশ করা হবে। তদন্তকারীদের মতে, এই নেটওয়ার্ক শুধুমাত্র কাশ্মীর নয়, বরং দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে রয়েছে।

তদন্তে এনআইএ, আইবি

জম্মু ও কাশ্মীর পুলিশ সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে। এনআইএ এবং ইন্টেলিজেন্স ব্যুরোসহ একাধিক কেন্দ্রীয় সংস্থা ইতিমধ্যেই তদন্তে নেমেছে। পাক-অধিকৃত কাশ্মীর থেকে পরিচালিত ওভার গ্রাউন্ড ওয়ার্কার্স (ওজিডব্লিউ) এবং সন্ত্রাসবাদী দলের কমান্ডারদের বিরুদ্ধে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে। গত তিন দিন ধরে প্রায় ৫০০টি স্থানে অভিযান চালানো হয়েছে এবং ৩০ জনেরও বেশি ব্যক্তিকে আটক বা গ্রেফতার করা হয়েছে। একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘এই অভিযানের মূল লক্ষ্য সন্ত্রাসবাদীদের সহায়তা করে এমন পরিকাঠামো নষ্ট করা। এর মধ্যে রয়েছে সক্রিয় সন্ত্রাসবাদীদের এবং তাদের আন্তঃসীমান্ত হ্যান্ডলারদের লজিস্টিক, আর্থিক এবং আদর্শগত সহায়তা প্রদান করে এমন নেটওয়ার্কগুলি ধ্বংস করা।’

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share