মাধ্যম নিউজ ডেস্ক: গাজায় (Gaza) ফের একবার জোরালো হামলা ইজরায়েলের (Israel)। গত মঙ্গলবারই গাজার মাটিতে মুহুর্মুহু বিমান হামলা চালাল ইজরায়েল। এই আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফে মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামানোর উদ্যোগ আপাতত জলে গেল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। প্যালেস্তাইনের তরফ থেকে দাবি করা হয়েছে ইজরায়েলি হামলায় চারশোর বেশি মানুষ মারা গিয়েছেন। তবে ইজরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) দাবি, সন্ত্রাসীদের ওপরেই তারা এই হামলা চালাচ্ছে।
২০টিরও বেশি যুদ্ধ বিমানে এয়ার স্ট্রাইক (Israel)
সূত্রের খবর, হামলায় গাজার উপ-স্বরাষ্ট্রমন্ত্রী এবং হামাসের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মাহমুদ আবু ওয়াফাহ নিহত হয়েছেন। প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হয়। তারপরেই বন্ধ ছিল হামলা। এরপরে গাজায় এটিই সবচেয়ে বড় এয়ার স্ট্রাইক চালাল ইজরায়েল (Israel)। যুদ্ধবিরতি বাড়ানোর আলোচনা সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ২০টিরও বেশি ইজরায়েলের (Israel) যুদ্ধবিমান গাজা, রাফাহ সহ অন্যত্র হামলা চালায়। প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দেখা যাচ্ছে নিহতদের মধ্যে ৫০ জনেরও বেশি শিশু। এরমধ্যে ২৮ জন নারী রয়েছেন।
আমেরিকার সঙ্গে আলোচনার পরেই এই হামলা! দাবি হোয়াইট হাউসের প্রেস সচিবের
আমেরিকার সঙ্গে আলোচনার পরেই মঙ্গলবার ভোর থেকে গাজা ভূখণ্ডে ভয়ঙ্কর হামলা চালায় ইজরায়েল। এই দাবি করেছেন হোয়াইট হাউসের প্রেসসচিব ক্যারোলিন লেভিট। আমেরিকান ফক্স নিউজকে লেভিট জানিয়েছেন, গাজায় হামলা করার বিষয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবং হোয়াইট হাউসের সঙ্গে আলোচনা করেন ইজরায়েলি প্রতিনিধিরা। এইসঙ্গে তিনি হুঁশিয়ারির সুরে বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প যেমন স্পষ্টই করে দিয়েছেন হামাস, হুথি, ইরান — যারা শুধু ইজরায়েলেই নয়, আমেরিকাতেও সন্ত্রাস পাকাতে চায়, তাদের মূল্য চোকাতে হবে, তাদের উপর নরক বর্ষিত হবে।” উল্লেখ্য, হামাস সব পণবন্দিকে মুক্তি দেবে, নয়তো তাদের উপর ‘নরক বর্ষিত’ হবে, এই হুঁশিয়ারি দিতে আগেই শোনা গিয়েছিল ট্রাম্পকে। প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে প্রথম হামলা চালায় হামাস। তখন থেকেই শুরু হয় যুদ্ধ।
Leave a Reply