মাধ্যম নিউজ ডেস্ক: বেঙ্গালুরুতে চলছে আরএসএসের (RSS) তিন দিনের প্রতিনিধি সভা। গতকালই এর উদ্বোধন হয়। অখিল ভারতীয় প্রতিনিধি সভা বা এবিপিএস-এর প্রথম দিনে (Akhil Bhartiya Pratinidhi Sabha) সংবাদমাধ্যমের মুখোমুখি হন আরএসএসের যুগ্ম সাধারণ সম্পাদক মুকুন্দ সিআর। তিনি বলেন, ‘‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তিনভাষা নীতির প্রণয়ন করেনি। তবে সংঘ সর্বদা মাতৃভাষা এবং মাতৃভাষাকে কেন্দ্র করে একটি বহুভাষিক ব্যবস্থাকে সমর্থন করে।’’
শিশুর শিক্ষায় গুরুত্বপূর্ণ হল মাতৃভাষা (RSS)
আরএসএসের মতে, প্রতিটি ব্যক্তির জীবনে স্বাভাবিকভাবেই তিনটি মূল ভাষার প্রয়োজন হয়। এনিয়ে মুকুন্দ সিআর বলেন, ‘‘শিশুর শিক্ষার জন্য মাতৃভাষা খুব প্রয়োজন। সেক্ষেত্রে, মাতৃভাষাই প্রধান ভাষা হওয়া উচিত। এটিই শিশুর বাড়ির ভাষা। মাতৃভাষার মাধ্যমেই শিশুর চিন্তাভাবনা, মূল্যবোধ এবং ব্যক্তিত্ব তৈরি হয়। মাতৃভাষার মাধ্যমে চরিত্র এবং বোধগম্যতা তৈরি হয়।’’
স্থানীয় ভাষা শেখার গুরুত্ব
একইসঙ্গে মুকুন্দ সিআর আঞ্চলিক বা স্থানীয় ভাষা শেখার প্রয়োজনীয়তা সম্পর্কেও কথা বলেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‘স্থানীয় অঞ্চলভিত্তিক ভাষা শেখাও প্রয়োজন (RSS)। এটি যে কোনও ব্যক্তিকে তাঁর চারপাশের সমাজের সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করে। এর মাধ্যমে ব্যক্তি জনজীবনে সম্পূর্ণরূপে অংশগ্রহণ করতে পারে।’’
শিখতে হবে কেরিয়ারের ভাষা (RSS)
এর পাশাপাশি মুকুন্দ সিআর আরও একপ্রকার ভাষা শেখার কথা বলেন। তা হল, ‘কেরিয়ার ভাষা’। তিনি বলেন, ‘‘কেরিয়ার ভাষা শেখার প্রয়োজনীয়তা রয়েছে। একজন শিশুর ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। যার মধ্যে ইংরেজিও অন্তর্ভুক্ত থাকতে পারে। পেশাদার হওয়ার ক্ষেত্রে। যে কোনও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সক্রিয়তা বাড়াতে এবং আধুনিক বিশ্বে প্রতিযোগিতার জন্য অপরিহার্য হল কেরিয়ার ভাষা।’’ তিনি আরও জানিয়েছেন, সংঘের দৃষ্টিভঙ্গি এখানেই থেমে থাকে না। এই তিনটির বাইরেও ভাষা শেখার প্রয়োজনীয়তা রয়েছে। ভারতের ভাষাগত বৈচিত্র্যকে আরএসএস সম্মান করে বলে জানিয়েছেন সিআর মুকুন্দ। তাঁর ব্যাখ্যা, মাতৃভাষায় লালন-পালন করতে হবে চিন্তাভাবনা। আঞ্চলিক ভাষায় সম্প্রদায়গুলিকে সংযুক্ত করতে হবে এবং কেরিয়ারের ভাষা বিশ্বব্যাপী দরজা খুলে দেবে।
Leave a Reply