S-5 SSBN: গোকুলে বাড়ছে ভারতের সমুদ্রতলের দৈত্য! নিঃশব্দে নির্মাণকাজ শুরু বিশালকায় এস-৫ সাবমেরিনের

S-5 SSBN Construction Begins to Carry K-6 Missiles Strengthening India’s Nuclear Triad

মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৫ সালের শেষে নিঃশব্দে নৌ-শক্তি বৃদ্ধিতে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েই ফেলল ভারত। ইঙ্গিত মিলেছে, কোচিন শিপইয়ার্ডে অত্যন্ত নীরবে ও নিরাপত্তার মোড়কে পরবর্তী প্রজন্মের এস–৫ শ্রেণির বিশালকায় পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন (S-5 SSBN) নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে। এই তথ্য সত্য হলে, আইএনএস অরিহন্তের পর ভারতের সমুদ্রভিত্তিক পারমাণবিক প্রতিরোধ ক্ষমতায় এটি হবে সবচেয়ে বড় অগ্রগতি। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এস–৫ প্রকল্প ভারতের সমুদ্রতলের রণকৌশলকে আঞ্চলিক সীমা ছাড়িয়ে বৈশ্বিক পরিসরে পৌঁছে দেবে।

আকারে আইএনএস অরিহন্তের প্রায় দ্বিগুণ!

নতুন এস–৫ পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিনের (S-5 SSBN) আকার ও সক্ষমতা বর্তমানে নৌসেনায় অন্তর্ভুক্ত অরিহন্ত শ্রেণির এসএসবিএন সাবমেরিনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বড়। অরিহন্ত যেখানে প্রায় ৬,০০০ টন স্থানচ্যুতি করে, সেখানে এস–৫ সাবমেরিনের সম্ভাব্য স্থানচ্যুতি প্রায় ১৩,৫০০ টন। অর্থাৎ, আকারে অরিহন্তের চেয়ে প্রায় দ্বিগুণ হতে চলেছে এস-৫ (S-5 SSBN)। এই বাড়তি আকার সাবমেরিনটির দীর্ঘস্থায়ী অভিযান, উন্নত শব্দনীরবতা, ক্রুদের জন্য ভালো বাসযোগ্যতা এবং অধিক ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা নিশ্চিত করবে। নৌবাহিনী সূত্রের দাবি, এস–৫ দীর্ঘ সময় ধরে সামুদ্রিক অভিযানে অংশ নিতে পারবে এবং মাসের পর মাস ডুবে থেকেও সম্পূর্ণ সক্ষমতার সঙ্গে সমুদ্রতলে টহল দিতে সক্ষম হবে। এর মাধ্যমে ভারতের সমুদ্রভিত্তিক প্রতিরোধ ব্যবস্থা (India Nuclear Triad) আরও শক্তিশালী ও বিশ্বাসযোগ্য হয়ে উঠবে।

কে–৬ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন!

এস–৫-এর (S-5 SSBN) প্রধান শক্তি নিহিত রয়েছে এর ক্ষেপণাস্ত্র ব্যবস্থায়। জানা গেছে, এই সাবমেরিনে ১২ থেকে ১৬টি ভার্টিক্যাল লঞ্চ টিউব থাকতে পারে, যেখানে সাবমেরিন–নিক্ষেপযোগ্য কে–৬ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (K-6 Missiles) মোতায়েন করা হবে। কে–৬ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৬,০০০ থেকে ৮,০০০ কিলোমিটার বা তারও বেশি হতে পারে এবং এতে এমআইআরভি (একাধিক স্বাধীন ও পৃথক লক্ষ্যভেদ ক্ষমতাসম্পন্ন পারমাণবিক বা প্রথাগত বিস্ফোরক সম্বলিত) ওয়ারহেড থাকবে। এই ক্ষমতা ভারতের দ্বিতীয় আঘাতের কৌশলকে আরও দৃঢ় করবে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, বঙ্গোপসাগর থেকেই এস–৫ সম্ভাব্যভাবে এশিয়া ও তার বাইরের লক্ষ্যবস্তুগুলিকে আঘাত হানার সক্ষমতা রাখবে। এতে করে বিতর্কিত এলাকা বা চোকপয়েন্টের কাছে যাওয়ার প্রয়োজন হবে না, যা সাবমেরিনটির টিকে থাকার সম্ভাবনা বাড়াবে।

১৯০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রেসারাইজড ওয়াটার রিঅ্যাক্টর

এস–৫ সাবমেরিনকে (S-5 SSBN) শক্তি জোগাতে একটি নতুন প্রেসারাইজড ওয়াটার রিঅ্যাক্টর ব্যবহার করা হবে, যার ক্ষমতা ১৯০ মেগাওয়াট বা তারও বেশি বলে মনে করা হচ্ছে। এই রিঅ্যাক্টর সাবমেরিনটিকে প্রায় নিস্তব্ধতা বজায় রেখে দ্রুতগতিতে ভারত মহাসাগর জুড়ে চলাচলের সক্ষমতা দেবে। নৌবাহিনী সূত্র জানিয়েছে, এই গতি সাবমেরিনটির কৌশলগত টিকে থাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কৌশলগতভাবে, এস–৫ নির্মাণের সময়কালও তাৎপর্যপূর্ণ। ২০২০-এর দশকের মাঝামাঝি এই প্রকল্প শুরু হওয়া স্পষ্ট বার্তা দেয় যে ভারতের নিরাপত্তা কৌশল কেবল স্থলভাগকেন্দ্রিক নয় এবং ভারত মহাসাগরে নিজের প্রভাব ও স্বার্থ রক্ষায় দেশটি প্রস্তুত।

এস–৫ সাবমেরিনের এক জোড়া ‘হাল’ একসঙ্গে নির্মাণাধীন!

বিশেষজ্ঞরা বলছেন, ইন্দো–প্যাসিফিক অঞ্চলে বাড়তে থাকা মহাশক্তির প্রতিযোগিতার প্রেক্ষাপটে এস–৫ ভারতের পারমাণবিক ত্রয়ীর (India Nuclear Triad) তৃতীয় স্তম্ভকে আরও শক্তিশালী করবে। সমুদ্রভিত্তিক প্রতিরোধ ব্যবস্থাকে সবচেয়ে মজবুত ও স্থিতিশীল উপাদান হিসেবে দেখা হয়, যা সংকটকালে উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি কমাতে সহায়ক। খবরে প্রকাশ, বিশাখাপত্তনমে এস–৫ সাবমেরিনের এক জোড়া ‘হাল’ (মূল কাঠামো) একসঙ্গে নির্মাণাধীন। প্রতিরক্ষা মহলের অনুমান, যদি তাই হয়, তাহলে ২০৩০ থেকে ২০৩২ সালের মধ্যে সেগুলি নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হতে পারে। পরবর্তী বছরগুলোতে আরও সাবমেরিন যুক্ত হলে ভারতের পক্ষে ‘কনটিনিউয়াস অ্যাট-সি ডিটারেন্স’ বা জলসীমায় টানা পাহারা বজায় রাখা সম্ভব হবে। বিশ্লেষকদের মতে, এস–৫ প্রকল্প ভারতের রণনীতিকে আরও শক্তিশালী করবে এবং নিশ্চিত প্রত্যাঘাতের সক্ষমতা বাড়াবে। নীরবে সমুদ্রের গভীরে অবস্থান নিয়ে এই সাবমেরিন ভারতের কৌশলগত অবস্থানকে আরও দৃঢ় করবে এবং ঝুঁকি কমাতে সহায়তা করবে।

“তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে…”! চিন-পাকিস্তানকে কি এই কথাই স্মরণ করাচ্ছে ভারত?

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share