মাধ্যম নিউজ ডেস্ক: গত ২৪ জুলাই ভোরে রাতের অন্ধকারে হায়দরাবাদে ভেঙে ফেলা হল এক মন্দির। কোনওরকম সরকারি নোটিশ ছাড়াই ভাঙা হয় পবিত্র পেদ্দাম্মা থাল্লি মন্দির (Telangana News)। তেলেঙ্গনা রাজ্যের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এই ভাঙচুর অত্যন্ত গোপনে করা হয়েছিল এবং মন্দিরের অভ্যন্তরে থাকা ভগবানের মূর্তিটি পিছনের গেট দিয়ে পাচার করা হয়েছিল। ওই মন্দিরের ভক্তরা এই অভিযান সম্পর্কে কিছুই জানতেন না এবং পরবর্তীকালে সকালে তাঁরা যখন এ বিষয়ে জানতে পারেন, তখন মন্দিরের সামনে ব্যাপক বিক্ষোভ (Peddamma Thalli Temple) দেখাতে থাকেন।
বাধা উৎসবে (Telangana News)
প্রসঙ্গত, এ বছর ২৯ জুলাই এই মন্দিরে বনালু উৎসব উদযাপন হওয়ার কথা ছিল। এটি তেলেঙ্গনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিন্দু অনুষ্ঠান। কিন্তু এই উৎসবের ওপরেও সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয় এবং বেশ কয়েকজন হিন্দু ভক্তকে গৃহবন্দি করেও রাখা হয়। ওই মন্দিরটিকে ভাঙচুর করার পরেই পুলিশ প্রশাসনের তরফে অভিযোগ অস্বীকার করা হয়। তারা বলে যে সেখানে কোনও মন্দিরই ছিল না — এমন অদ্ভুত দাবি করতে থাকে পুলিশ। অর্থাৎ, হিন্দু রীতিনীতি ও ধর্মের এভাবেই (Telangana News) বিরোধিতা করল তেলেঙ্গনা প্রশাসন।
হিন্দু ধর্মীয় ঐতিহ্যকে মুছে ফেলার ষড়যন্ত্র, বলছেন ভক্তরা
ভক্তরা এই ধরনের ঘটনাকে হিন্দু ধর্মীয় ঐতিহ্যকে মুছে ফেলার এক ষড়যন্ত্র হিসেবে ব্যাখ্যা করছেন। স্থানীয়রা জানাচ্ছেন, পেদ্দাম্মা থাল্লি মন্দির প্রজন্মের পর প্রজন্ম ধরে এক গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মকেন্দ্র হিসেবে সেখানে প্রতিষ্ঠিত ছিল। ধর্মীয়, সাংস্কৃতিক এবং সামাজিক এক মিলনস্থল হয়ে উঠেছিল ওই মন্দির — বিশেষ করে বনালু উৎসবের সময় এখানে খুবই জমজমাট মেলাও দেখা যেত (Peddamma Thalli Temple) এবং হাজার হাজার ভক্ত ভিড় করতেন।
গোপনে মূর্তি অপসারণ (Telangana News)
অনেকেই বলছেন যে সরকার মন্দির ভাঙতে রাতের অন্ধকারকে বেছে নিল — এতেই প্রমাণ হচ্ছে যে তারা ঠিক কতটা চক্রান্ত করেছে। ভোর সাড়ে তিনটের সময় এই মন্দির ভাঙা হয় বলে খবর, যখন গোটা হায়দরাবাদ শহর ঘুমিয়ে ছিল। এর পরেই ভগবানের মূর্তি গোপনে (Telangana News) পাচারও করে দেওয়া হয়। এক্ষেত্রে অনেকেই বলছেন, যেভাবে আমাদের মন্দিরের অস্তিত্ব মুছে ফেলা হচ্ছে, আমাদের দেবতাদের অসম্মান করা হচ্ছে, আমাদের কণ্ঠস্বরকে স্তব্ধ করা হচ্ছে — সেখানে মনে হচ্ছে যে হিন্দু হওয়াটাই অপরাধ। ভক্তরা আরও বলেন, হিন্দু হিসেবে পবিত্র কর্তব্য হল নিজেদের জমি, মন্দির এবং ভগবানকে রক্ষা করা।
Leave a Reply