মাধ্যম নিউজ ডেস্ক: শেখ হাসিনা ভারতে বসে উস্কানি দিচ্ছেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে দাবি করছিল মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সেদেশের অন্তর্বর্তী সরকার। এ নিয়ে রবিবার একটি বিবৃতিও জারি করেছিল ঢাকা। শুধু তাই নয়, ঢাকায় মিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে এই অভিযোগ করে বাংলাদেশের বিদেশ মন্ত্রক। এর কয়েক ঘণ্টার মধ্যেই তীব্র প্রতিক্রিয়া জানাল দিল্লি। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে পাল্টা কড়া বার্তা দেওয়া হয়ল বাংলাদেশকে। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ভারত কখনোই এই ভূখণ্ডকে বাংলাদেশের বন্ধুসুলভ জনগণের বিরুদ্ধে কাউকে উস্কানিমূলক কাজ করার অনুমতি দেয়নি। একইসঙ্গে, হাসিনাকে প্রত্যর্পণের দাবিও পত্রপাঠ খারিজ করে দিয়েছে দিল্লি।
বাংলাদেশের দাবি…
রবিবার বাংলাদেশের বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, শনিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে তারা তলব করেছিল। হাসিনাকে উস্কানিমূলক মন্তব্য করতে অনুমতি দেওয়া হচ্ছে, তিনি ভারতে বসে বাংলাদেশে আওয়ামি লিগের নেতা-কর্মীদের জঙ্গি কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার জন্য উসকাচ্ছেন— এটা দাবি করে গভীর উদ্বেগ প্রকাশ করে ঢাকা। আওয়ামি লিগের শীর্ষস্থানীয় নেতারা নাকি দিল্লি এবং কলকাতায় নির্বিচারে তাঁদের দলের অফিস খুলেছেন এবং ভারত থেকে তাঁরা বাংলাদেশ সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে প্রচার চালাচ্ছেন বলেও অভিযোগ করেছে ঢাকা। একইসঙ্গে বাংলাদেশের তরফে ফের একবার শেখ হাসিনা এবং সে দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের আর্জি জানানো হয়। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সমাজমাধ্যম পাতাতে তা পোস্টও করেন।
ভারতের মোক্ষম জবাব…
এর পরেই ঢাকাকে মোক্ষম উত্তর দেয় দিল্লি। রবিবারই ভারতের তরফে পাল্টা বিবৃতি জারি করা হয়। ভারত বিবৃতিতে স্পষ্ট করে দিয়েছে যে, ঢাকার অভিযোগ ‘ভিত্তিহীন’ এবং ‘ভুল স্থানে উত্থাপিত’। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়ে দেয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রবিবার যে সব দাবি করেছে, তা স্পষ্ট ভাবে প্রত্যাখ্যান করছে দিল্লি। নয়াদিল্লি স্পষ্ট করে দিয়েছে, বাংলাদেশের মানুষ ভারতের কাছে বন্ধুসম। বাংলাদেশের সাধারণ জনতার স্বার্থের বিরুদ্ধে যায়, এমন কোনও কাজে ভারতের মাটি ব্যবহার করে করতে দেওয়া হয় না। বিদেশমন্ত্রক জানিয়েছে, ভারত সবসময় বাংলাদেশে শান্তিপূর্ণ অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে। বিবৃতি অনুসারে, “বাংলাদেশের বন্ধুবৎসল জনতার স্বার্থবিরোধী কোনও কাজে কখনই ভারতীয় ভূখণ্ডকে ব্যবহার করতে দেওয়া হয় না।” বিদেশ মন্ত্রক আরও বলছে, “আমরা আশা করি যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থাসহ অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।” পাশাপাশি, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের বিষয়টিও পত্রপাঠ বিদায় করে দিয়েছে ভারত। নাম না করেই, বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক স্পষ্ট বার্তায় বাংলাদেশের দাবি সম্পূর্ণ ভাবে প্রত্যাখ্যান করেছেন। ভারত জানিয়ে দিয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রবিবার যে সব দাবি করেছে, তা স্পষ্ট ভাবে প্রত্যাখ্যান করছে দিল্লি।

Leave a Reply